সালমা-রুমানাদের অভিনন্দন জানানো হলো জাতীয় সংসদে
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদ। গতকাল এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ফেবারিট ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম শিরোপা এটি। এমন অর্জনে পুরো বাংলাদেশই উৎফুল্ল। সে আনন্দে সঙ্গী হলো জাতীয় সংসদ।
আজ সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল শিরোপা লাভের গৌরব অর্জন করায় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংসদের পক্ষে এ অভিনন্দন জানান। শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অসামান্য অর্জনের মাধ্যমে নারী ক্রিকেটাররা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন। সমগ্র জাতি বাংলাদেশ দলের ক্রীড়া নৈপুণ্যে গর্বিত।’
মালয়েশিয়ার কিনারা একাডেমি ওভাল মাঠে গতকাল টুর্নামেন্টের আগের ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেতে ১১২ রান তুলেছিল টপ ফেবারিট ভারত। ইনিংসের শেষ বলে জয় ছিনিয়ে আনে বাংলাদেশের মেয়েরা। প্রতিযোগিতায় এর আগেও বাংলাদেশের কাছে হেরেছিল ভারত দল। এর আগে এ টুর্নামেন্টে টানা ৩৩ ম্যাচ ভারতকে হারাতে পারেনি কোনো দল।