২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাকিব–মিরাজরাই যেখানে এগিয়ে

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের, সেরা বোলিং মেহেদী হাসান মিরাজেরপ্রথম আলো ফাইল ছবি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট লড়াইয়ে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ওয়েস্ট ইন্ডিয়ানদের। তবে বোলিং পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। সবচেয়ে বেশি উইকেট, ইনিংস-সেরা ও ম্যাচসেরা বোলিং—তিন বিভাগেই শীর্ষে আছেন বাংলাদেশের বোলাররা।
দুই দলের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত রেকর্ডগুলো—

৫ হাজার রানের মাইলফলক থেকে ১৯ রান দূরে থেকে অ্যান্টিগা টেস্টটা শুরু করবেন বাংলাদেশের তামিম ইকবাল। বাংলাদেশের ওপেনারকে হাতছানি দিচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট লড়াইয়ে ১ হাজার রানের মাইলফলকও। দুদলের টেস্ট লড়াইয়ে সবচেয়ে বেশি রান শিবনারায়ণ চন্দরপলের।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট লড়াইয়ে পাঁচটি ডাবল সেঞ্চুরি, পাঁচটিই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের। বাংলাদেশের সর্বোচ্চ ১৩৬, ২০১৮ সালে মিরপুরে মাহমুদউল্লাহর।

আর ৪টি উইকেট পেলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৫০ উইকেট পেয়ে যাবেন সাকিব আল হাসান। দুদলের টেস্ট দ্বৈরথে শীর্ষ পাঁচ বোলারের তিনজনই বাংলাদেশের।

ইনিংস-সেরা বোলিংয়ের সেরা পাঁচেও বাংলাদেশের বোলারদের আধিপত্য। সেরা বোলিং মেহেদী হাসান মিরাজের (৭/৫৮)। টেস্টে বাংলাদেশের অফ স্পিনারের সেরা বোলিং এটিই।

টেস্টে বাংলাদেশের বোলারদের ম্যাচসেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১৮ সালে মিরপুরে ১১৭ রানে ১২ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট লড়াইয়ে ম্যাচসেরা বোলিংও এটি।

দুদলের উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বেশি শিকারও মুশফিকের। উইকেটের পেছনে ২১টি শিকার ধরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

১৩টি ক্যাচ নিয়ে ফিল্ডারদের মধ্যে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। দশের বেশি ক্যাচ নেওয়া তিনজনই ওয়েস্ট ইন্ডিয়ান।

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট লড়াইয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। অভিষেকের পর এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে নেই মুশফিক।

আরও পড়ুন