২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সবচেয়ে বেশি টেস্টে এখন আলিম দার

পাকিস্তানের আম্পায়ার আলিম দার। ছবি: এএফপি
পাকিস্তানের আম্পায়ার আলিম দার। ছবি: এএফপি
>টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়লেন আলিম দার। আজ পার্থ টেস্টে আম্পায়ার হিসেবে মাঠে নেমে রেকর্ডটি গড়লেন তিনি

পার্থে আজ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে অনন্য এক রেকর্ডই গড়লেন পাকিস্তানের আলিম দার। টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড এখন তাঁর দখলে। টেস্ট আম্পায়ার হিসেবে দীর্ঘ ১৬ বছরের পথ পরিক্রমায় এ অর্জনের মুখ দেখলেন আলিম দার।

পার্থের ম্যাচটি মাঠের আম্পায়ার হিসেবে আলিম দারের ১২৯তম টেস্ট। এ পথে তিনি পেছনে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক আম্পায়ার স্টিভ বাকনারকে। ২০ বছরের ক্যারিয়ারে ১২৮ টেস্টে আম্পায়ারিং করেছেন ‘স্লো ডেথ’ নামে খ্যাতি পাওয়া বাকনার। ১০৮ টেস্টে আম্পায়ারিং করে তৃতীয় দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার রুডি কোয়ের্তজেন। ১৮ বছরের ক্যারিয়ার ২০১০ সালে শেষ করেন তিনি। শীর্ষ তিন আম্পায়ারের মধ্যে আলিম দারই সবচেয়ে কম সময়ে রেকর্ডটি গড়লেন।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এক দশক খেলার পর ২০০০ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষিক্ত হয়েছিলেন আলিম দার। তিন বছর পর টেস্ট আম্পায়ার হিসেবে তাঁর অভিষেক ঘটেছিল ঢাকায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম টেস্ট।

ওয়ানডেতে সর্বোচ্চসংখ্যক ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়া থেকেও বেশি পিছিয়ে নেই আলিম দার। ১৯ বছরের ক্যারিয়ারে ২০৭ ওয়ানডেতে মাঠের আম্পায়ার ছিলেন তিনি। রেকর্ড গড়তে তাঁকে আর মাত্র তিনটি ওয়ানডেতে আম্পায়ারিং করতে হবে। ২০৯ ওয়ানডেতে আম্পায়ারিং করা কোয়ের্তজেনের দখলে আপাতত এ রেকর্ড।