সনি র‍্যাংগস বিপিএল পুরস্কার বিতরণী

সনি র‍্যাংগস বিপিএল পুরস্কারজয়ী একজনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। সিএ ভবন, কারওয়ান বাজার, ১৬ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
সনি র‍্যাংগস বিপিএল পুরস্কারজয়ী একজনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। সিএ ভবন, কারওয়ান বাজার, ১৬ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে সনি র‍্যাংগস বিপিএল পুরস্কার। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে প্রথম আলোর প্রশিক্ষণকক্ষে এই পুরস্কার দেওয়া হয়। এতে তিন পর্বে বিজয়ী ১৩ ব্যক্তির মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সনি র‍্যাংগসের বিপণন বিভাগের কর্মকর্তা সালেহ আহমেদ সজল ও ইরতেজা বিন আমিন। তাঁদের সঙ্গে ছিলেন প্রথম আলোর ইভেন্ট-প্রধান কবির বকুল ও প্রথম আলো অনলাইনের খেলা বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক নাইর ইকবাল। বিজয়ীদের মধ্যে তিনজন মেগা ও অন্যরা খেলার প্রতিদিনের পুরস্কার লাভ করেন।

উপস্থিত সনি র‍্যাংগস বিপিএল পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথিরা। সিএ ভবন, কারওয়ান বাজার, ১৬ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
উপস্থিত সনি র‍্যাংগস বিপিএল পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথিরা। সিএ ভবন, কারওয়ান বাজার, ১৬ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো

মেগা পুরস্কার বিজয়ীরা হলেন: সাতক্ষীরার মোহাম্মদ আসাদুল হক (৪০ ইঞ্চি টিভি), ঢাকার কে এম আজমল হোসাইন (৩২ ইঞ্চি টিভি), কুমিল্লার তাজওয়ার আহমেদ তাজ (ওভেন)। আর খেলার প্রতিদিনের বিজয়ী প্রত্যেকে পেয়েছেন একটি করে সনি হেডসেট। তাঁরা হলেন ঢাকার শিখা কবির, চট্টগ্রামের মুহাম্মদ আলিমুল্লাহ, ঢাকার আবিদ আজিজ রুশো, নোয়াখালীর মেহেদি হাসান, টাঙ্গাইলের হাবিব রহমান, কক্সবাজারের রূপশ হাসান অন্তত ও রাজশাহীর সোহেল রানা।

খেলার ফলাফলে ভবিষ্যদ্বাণী করে মোট তিনটি সেশনে এই প্রতিযোগিতা চলে। এর মধ্যে প্রথম সেশন ২৫ থেকে ৩০ জানুয়ারি, দ্বিতীয় সেশন ১ থেকে ৮ ফেব্রুয়ারি এবং তৃতীয় মেগা সেশন ২৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।