শেবাগের মতো ভয়ংকর হতে পারেন রোহিত
ওয়ানডেতে সবচেয়ে বেশি তিনটি ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার। টেস্ট অভিষেকেই ওপেনার হিসেবে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানও রোহিত। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপে হাঁকিয়েছেন ৫টি সেঞ্চুরি। টুর্নামেন্টের ইতিহাসেই যা রেকর্ড। ভারতীয় এই ওপেনারের ব্যাটিং প্রতিভা নিয়ে এতটাই মুগ্ধ ইরফান পাঠান যে ভবিষ্যতে তাকে বীরেন্দর শেবাগের মতো ভয়ংকর মূর্তিতে দেখার অপেক্ষায় আছেন।
স্টার স্পোর্টসের ক্রিকেট কান্টেকটেড অনুষ্ঠানে এসে ভারতের সাবেক অলরাউন্ডার মেতে ওঠেন রোহিত বন্দনায়, ‘আমরা টেস্টে ডাবল সেঞ্চুরি আগেও দেখেছি। কিন্তু সে ওয়ানডেতে ওপেনার হিসেবে আসার পর ওয়ানডেতেও ডাবল সেঞ্চুরি (টেন্ডুলকার দেখিয়েছেন) দেখলাম। ও যদি সামনের বছরগুলোতে ফিট থেকে খেলতে পারে তাহলে বীরেন্দর শেবাগের মতো ভয়ংকর হয়ে উঠতে পারে।’
যতই দিন যাচ্ছে রোহিতকে দেখে ততই মুগ্ধ হচ্ছেন ইরফান, ‘গত দুই বছরে আমরা অন্য এক রোহিত শর্মাকে দেখেছি, যে ছেলে শুধু সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে চায়। আর এটাই তাকে আগামী কয়েক বছরে টেস্ট ক্রিকেটে ভালো করার ব্যাপারে সাহায্য করবে।’
টেস্টে এক সময় মিডল অর্ডারে খেলতেন রোহিত। কিন্তু ইরফান পাঠান রোহিতের পজিশন বদলেই দেখছেন সাফল্য, ‘আমরা দেখেছি সম্প্রতি টেস্টে ওপেনার হিসেবে খেলতে শুরু করেছে। টেস্টের পুরো ক্যারিয়ারে রোহিত শর্মাকে এখন অন্যরকমই লাগে। কারণ মিডল অর্ডারে যখন খেলতে নামতো সে তখন তার কাছ থেকে আশানুরূপ পারফরম্যান্স পাইনি।’
শেবাগ যেখানে ১০৪ টেস্ট খেলেছেন সেখানে মাত্র ৩২ টেস্ট খেলেছেন রোহিত। তাই এখনই শেবাগের সঙ্গে তুলনা করা ঠিক হবে না রোহিতের। টেস্টে রোহিতের চেয়ে শেবাগকেই এগিয়ে রাখছেন ইরফান, ‘এটার স্থায়ীত্ব নিয়ে সব সময়ই প্রশ্ন থেকে যাবে। কারণ শেবাগ ১০০ টেস্ট ম্যাচ খেলেছে। রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে চ্যাম্পিয়ন। ওয়ানডে ইতিহাসে আমার চোখে সে থাকবে সেরা তিন ওপেনারের একজনের মধ্যে। তবে যদি আমরা টেস্ট নিয়ে কথা বলি, সে একটু পিছিয়েই থাকবে। কারণ মনে হয় অত টেস্ট ম্যাচ খেলার মতো সামর্থ্য তার নাও থাকতে পারে।’