লোকেশ রাহুলের নাম নিয়ে ২৭ বছরের ভুল গল্প

নিজের নাম নিয়ে ভুল গল্পই শুনে আসছিলেন লোকেশ রাহুলছবি: টুইটার

মানুষের জীবনের পরতে পরতে কত না গল্প লুকিয়ে থাকে! ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুলের জীবনেও এমন গল্প আছে। বিশেষ করে রাহুলের নাম নিয়ে একটা গল্প অনেক বছর ধরেই শুনে আসছিলেন তাঁর ভক্তরা। এত দিন পর এসে রাহুল বললেন, তাঁর মায়ের কাছে নিজের নাম নিয়ে যে গল্পটা শুনে এসেছেন, সেটা ভুল ছিল!

২৯ বছর বয়সী রাহুল ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ টক শোতে গিয়েছিলেন। সেখানেই তিনি তাঁর নাম নিয়ে ভুল গল্পের বিষয়টি নিয়ে এসেছেন। ১৯৯২ সালে কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্ম রাহুলের। ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশোনা করা রাহুল টক শোতে জানিয়েছেন, ২৬ থেকে ২৭ বছর পর্যন্ত তাঁর নামকরণ নিয়ে ভুল গল্প শুনে এসেছেন।

ভারতের ব্যাটসম্যান লোকেশ রাহুল
ফাইল ছবি

রাহুল এত দিন শুনে এসেছেন তাঁর নাম রেখেছেন মা। আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুলের মা আবার শাহরুখ খানের ভক্ত। শাহরুখ তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে রাহুল নামের চরিত্রে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সেখান থেকেই মা তাঁর নাম রাহুল রেখেছেন বলে জানতেন লোকেশ রাহুল। কিন্তু তিনি যে ভুল ছিলেন, তা বুঝতে পেরেছেন বলিউড সম্পর্কে জানাশোনা এক বন্ধুর মাধ্যমে।

ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন অনুষ্ঠানে রাহুল বলেছেন, ‘এই তো বছর দুই আগে আমি বুঝতে পেরেছি যে ২৬–২৭ বছর আমার মা আমাকে ভুল গল্প বলেছেন। তিনি যে গল্প আমাকে বলেছেন, সেটি এ রকম—মা শাহরুখ খানের বড় ভক্ত ছিলেন এবং নব্বইয়ের দশকে শাহরুখ রাহুল নামের বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন, তাই না? এ কারণে আমিও আমার নাম নিয়ে এই গল্পই বলতাম।’

নিজের নাম নিয়ে শোনা ভুল গল্পের কথা ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন অনুষ্ঠানে বলেছেন লোকেশ রাহুল
ফাইল ছবি

নিজের নামের গল্পটা যে ভুল, সেটা কীভাবে বুঝতে পারলেন, সে বিষয়ে রাহুল বলেছেন, ‘বলিউড সম্পর্কে অনেক কিছু জানে, আমার এমন এক বন্ধুকে আমি গল্পটা বললাম। সে আমাকে বলল, ‘ভাই, রাহুল চরিত্রে শাহরুখ প্রথম অভিনয় করেছেন ১৯৯৪ সালে। আর তোমার জন্ম হয়েছে ১৯৯২ সালে। এটা তাই ঠিক নয়।’

তাহলে লোকেশ রাহুলের রাহুল নামটা কে রেখেছেন এবং এর পেছনের কারণটাই–বা কী—এমন এক প্রশ্নে তিনি তাঁর বাবার দিকের একটা গল্প শুনিয়েছেন, ‘আমার বাবার দিকের একটা গল্পও আছে। তিনি গাভাস্কারের খুব ভক্ত ছিলেন। সেই সময়ে তিনি এই নামটা (রাহুল) অনেক শুনেছেন। গাভাস্কারের ছেলের নামটা তিনি রোহানের জায়গায় রাহুল শুনেছিলেন।’