২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লুইস–ঝড়ে সুপার জায়ান্টসের প্রথম জয়

ম্যাচ জিতে মাঠ ছাড়ছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এভিন লুইস (বাঁয়ে) ও আয়ুশ বাদোনিছবি: আইপিএল

বেচারা শিবম দুবে! ১৯তম ওভারেই কি না এই মিডিয়াম পেসারের কথা মনে পড়ল রবীন্দ্র জাদেজার। ম্যাচ জিততে শেষ দুই ওভারে ৩৪ রান দরকার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। উইকেটে ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান এভিন লুইস ও ভারতীয় তরুণ ব্যাটসম্যান আয়ুশ বাদোনি। এমন সময়েই প্রথমবারের মতো দুবের হাতে বল তুলে দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক রবীন্দ্র জাদেজা।

২২ বছর বয়সী বাদোনি হাঁটু গেড়ে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দিলেন প্রথম বলেই। দুবের মনোবলও যেন গুড়িয়ে গেল ওই শটে। পরপর দুটি ওয়াইড দিলেন ভারতের হয়ে ১৩টি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার। বৈধ দ্বিতীয় বলে বাদোনি ১ রান নিয়ে স্ট্রাইক দিলেন লুইসকে। মুখোমুখি প্রথম বলে ২ রান নেওয়ার পর টানা দুই চার, ওভারের শেষ বলে ছক্কা। ১২ বলে ৩৪ রানের কঠিন সমীকরণটা দেখতে না দেখতেই ৬ বলে ৯ রানের সরল অঙ্ক।

মুকেশ চৌধুরী এসে শেষ ওভারটা শুরু করলেন টানা দুই ওয়াইডে। পরের বলেই বাদোনি মেরে দিলেন বিশাল এক ছক্কা। স্কোরে সমতা। জয়সূচক রানটি এলো দুই বল পরে। ২১০ রান তাড়া করে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামের বৃহস্পতিবারের ম্যাচটি জিতে গেল নতুন দল লক্ষ্ণৌ। আইপিএলে দলটির এটিই প্রথম জয়।

৬১ রান করেছেন কুইন্টন ডি কক
ছবি: আইপিএল

বিশাল রান তাড়া করতে নেমে যেমন শুরু দরকার, তেমন শুরু এনে দিয়েছিলেন লোকেশ রাহুল ও কুইন্টন ডি কক। তাঁদের ৬২ বলের উদ্বোধনী জুটিতে আসে ৯৯ রান। অধিনায়ক রাহুল ২৬ বলে ৪০ রানে ফেরেন। দক্ষিণ আফ্রিকান তারকা ডি কক ৬১ রান করেছেন ৪৫, মেরেছেন ৯টি চার।

বিনা উইকেটে ৯৯ থেকে ১৫তম ওভারে ডি ককের বিদায়ে ৩ উইকেটে ১৩৯ হয়ে যায় লক্ষ্ণৌ। দীপক হুদাকে নিয়ে চতুর্থ উইকেটে ১৬ বলে ৩২ রান করা লুইস বাদোনিকে নিয়ে পঞ্চম উইকেটে ৪০ রান তুলেছেন মাত্র ১৩ বলেই। ম্যাচসেরার পুরস্কার জেতা লুইস ২৩ বলে করেছেন ৫৫ রান। তাঁর ইনিংসটি সাজানো ৬ চার ও ৩ ছক্কায়। ৯ বলে ১৯ করেছেন বাদোনি।

এবারই প্রথম আইপিএল খেলছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
ছবি: আইপিএল

এর আগে চেন্নাইয়ের ২১০ রানের ইনিংসে পুরোনো রূপে ফিরেছিলেন রবিন উথাপ্পা! ৩৬ বছর বয়সেও অভিজাত ঢঙের আগ্রাসী ব্যাটিংয়ে মন রাঙালেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। ৮ চার ১ ছক্কায় উথাপ্পার ২৭ বলে ৫০ রানের পাশাপাশি লক্ষ্ণৌর বোলারদের ওপর ঝড় বইয়েছিলেন মঈন আলী আর শিবম দুবেও। তৃতীয় উইকেটে উথাপ্পার সঙ্গে ৩০ বলে ৫৬ রানের জুটিতে সঙ্গী আলী ২২ বলে করেছেন ৩৫। দুবে ৪৯ রান করেছেন ৩০ বলে। সঙ্গে রাইডু (২০ বলে ২৭), জাদেজা (৯ বলে ১৭) ও ধোনির (৬ বলে ১৬) ক্যামিওতে ৭ উইকেটে ২১০ রানের ‘পাহাড়’ গড়েছিল চেন্নাই।

কিন্তু দিন শেষে সেই পাহাড়কে কী অবলীলায় না জয় করে ফেললেন লু্ইস-বাদোনিরা।