লিটন-সাকিবে দাপুটে জয় বাংলাদেশের

লিটনের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।ছবি: এএফপি

সকালে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও লিটন দাসের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির পর শেষ দিকে আফিফ হোসেনের ৩৫ বলে ৪৫ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২৭৬ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ।

এ রান তাড়া করতে হলে জিম্বাবুয়েকে ফিরিয়ে আনতে হতো ৬ বছরের পুরোনো স্মৃতি। সর্বশেষ ২০১৫ সালে হারারেতে নিউজিল্যান্ডের ৩০৩ রান পেরিয়ে গিয়েছিল তারা, এরপর এ মাঠে এত রান তাড়া করে আর জেতা হয়নি তাদের।

তবে সাকিব আল হাসানের তোপে জিম্বাবুয়ে সে স্মৃতি ফিরিয়ে আনা দূরে থাক, ১২১ রানে আটকে গিয়ে উল্টো হেরেছে ১৫৫ রানের বড় ব্যবধানে। জিম্বাবুয়ের বিপক্ষে রানের হিসেবে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম জয়।

বড় জয়ে বিশ্বকাপ সুপার লিগে ১০ ম্যাচ শেষে দুইয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট এখন ৬০, ৯৫ পয়েন্ট নিয়ে যেখানে বাংলাদেশের আগে ইংল্যান্ড।

রান তাড়ায় দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে, মোহাম্মদ সাইফউদ্দিনের ভেতরের দিকে ঢোকা বলটাতে ব্যাট চালিয়ে উল্টো সেটিকে স্টাম্পে ডেকে এনেছেন তাদিওয়ানাশে মারুমানি। এরপরের আঘাত তাসকিন আহমেদের—ফুল লেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বলটিতে এবার ব্যাটও লাগাতে পারেননি ওয়েসলি মাধেভেরে।

ব্রেন্ডন টেলর ও ডিওন মায়ার্সের জুটি এরপর একটু আগলে রেখেছিল স্বাগতিকদের, তবে প্রথম পাওয়ার প্লে-র ঠিক পরের ওভারেই শরীফুল ইসলামের বাইরের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ধরা পড়েন মায়ার্স।

পাঁচে আসা রেজিস চাকাভা এরপর চেষ্টা করেছেন, তবে সে অর্থে তাঁকে সঙ্গ দিতে পারেননি জিম্বাবুয়ের কেউ। সাকিবের প্রথম দুই ওভারে তিন চার মারা ব্রেন্ডন টেলর সাকিবকেই স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলেছেন স্কয়ার লেগে।

এ উইকেট দিয়েই মাশরাফি বিন মুর্তজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বনে গেছেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার এরপর নিয়েছেন আরও চার উইকেট।

সাকিব আল হাসান এখন তিন সংস্করণেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারি।
ফাইল ছবি: প্রথম আলো

টেলরের পর সাকিবকে স্লগ করতে গিয়ে ধরা পড়েছেন রায়ান বার্ল। ধসের অলিখিত নিয়ম মেনে এরপর রান-আউট হয়েছেন লুক জঙ্গুয়ে, ব্লেসিং মুজারাবানি হয়েছেন সাকিবের বলে এলবিডব্লু। এতক্ষণ টিকে থাকা চাকাভারও ধৈর্যচ্যূতি ঘটেছে এরপর, সাকিবকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়েছেন তিনি। ক্যাচ তোলার আগে ৫১ বলে ৪ চার ও ২ ছক্কায় করেছেন ৫৪।

নিজের পরের ওভারে এসে রিচার্ড এনগারাভাকে ক্যাচ বানিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেছেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট পেলেন, এর মধ্যে দুইবারই প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।

এনগারাভার উইকেটটি জিম্বাবুয়ের ইনিংসের ৯ম হলেও তাতেই শেষ হয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া টিমিসেন মারুমা ব্যাটিং করতে পারেননি। ১৬ রানে জিম্বাবুয়ে হারিয়েছে শেষ ৫ উইকেট।

বিশ্বকাপ সুপার লিগে ১০ ম্যাচ শেষে দুইয়ে থাকা বাংলাদেশের পয়েন্ট এখন ৬০, ৯৫ পয়েন্ট নিয়ে যেখানে বাংলাদেশের আগে ইংল্যান্ড।

এর আগে বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছিল ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে। সকালে ব্যাটিংটা কঠিন হবে, এমন ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন তামিম। এদিন বাংলাদেশ অধিনায়ক ফিরেছেন শূন্য রানে। ব্লেসিং মুজারাবানির বাড়তি বাউন্সের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হয়েছেন রানের কলামে কোনো কিছু যোগ না করেই।

এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪তম বার শূন্য রানে আউট হলেন, বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আর কারও নেই।

তিনে নামা সাকিব আল হাসান খেলেছেন ২৫ বল, তবে ঠিক স্বস্তিতে ছিলেন না। প্রিয় কাট শটই বিপদ ডেকে এনেছে তাঁর, মুজারাবানির দ্বিতীয় শিকার হওয়ার আগে করেছেন ১৯ রান।

মোহাম্মদ মিঠুন ছিলেন কিছুক্ষণ, তবে হুট করে অস্থির হয়ে পড়ার রোগ দেখা দিয়েছে তাঁর। সমানসংখ্যক বলে ১৯ রান করার পর টেন্ডাই চাতারার বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়েছেন, ধরা পড়েছেন উইকেটকিপার রেজিস চাকাভার হাতে। মিঠুনকে অনুসরণ করেছেন মোসাদ্দেক হোসেনও। এবার অবশ্য বোলার ছিলেন রিচার্ড এনগারাভা। তবে মোসাদ্দেকও আউট হয়েছেন ওই বাইরের বলে কাট করতে গিয়েই।

সাইফউদ্দিনের বলে আউট মারুমানি, জিম্বাবুয়ের উইকেট পতনের শুরু সেখানেই
ছবি: ক্রিকেট জিম্বাবুয়ের টুইটার

একমাত্র টেস্টের মতো প্রথম ওয়ানডেতেও তাই ফিরে এল বাংলাদেশের দ্রুত অলআউট হয়ে যাওয়ার শঙ্কা। সেটি কেটেছে লিটনের ব্যাটে। বাজে ফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের শেষ ম্যাচে বাদ পড়া লিটন এ ম্যাচ দিয়েই একাদশে ফিরেছেন। অনেকদিন পর টেস্টে ফিরে মাহমুদউল্লাহ যেমন করেছিলেন, ওয়ানডেতে ফেরার ম্যাচে সেঞ্চুরি করে সেটিরই পুনরাবৃত্তি করলেন লিটন।

শুরুতে অবশ্য বেশ সতর্ক ছিলেন লিটন। ৭৮ বলে ফিফটি পূর্ণ করেছিলেন। তবে সেঞ্চুরি পেয়ে গেছেন ১১০ বলে। এরপর বেশিক্ষণ টেকেননি। রিচার্ড এনগারাভার বলে পুল শটে টাইমিং করতে না পেরে মিড উইকেটে ওয়েলিংটন মাসাকাদজার হাতে যখন ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন, তাঁর নামের পাশে ১১৪ বলে ১০২ রান।

লিটনের সেঞ্চুরির পর শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আফিফ
ছবি: এএফপি

মাহমুদউল্লাহ ফিরেছেন লিটনের আগেই। লুক জঙ্গুয়ের ধীরগতির বাউন্সারে পুল করতে গিয়ে গ্লাভে বল লাগিয়ে চাকাভার হাতে ধরা পড়ার আগে তিনি করেছেন ৫২ বলে ৩৩ রান।

বাংলাদেশের এরপর প্রয়োজন ছিল দ্রুতগতির রান। সেটি করেছেন আফিফ। সঙ্গ পেয়েছেন মেহেদী হাসান মিরাজের। দুজনের সপ্তম উইকেট জুটিতে ৫৮ রান উঠেছে ৪২ বলে।

দুজন ফিরেছেন পরপর দুই বলে—২৫ বলে ২৬ রান করে জঙ্গুয়ের বলে কাভারে ক্যাচ দিয়েছেন মিরাজ, আফিফ বোল্ড হয়েছেন স্কুপ করতে গিয়ে। আফিফ ইনিংসে মেরেছেন ১ চার ও ২ ছয়। টেস্টের মতো এবারও তাই হ্যাটট্রিক বলের সামনে পড়ে গেলেন তাসকিন।

হ্যাটট্রিক বলটায় জঙ্গুয়ে ওয়াইড দিয়ে বসেছিলেন। তবে এক বল পর রান-আউট তাসকিন। মোহাম্মদ সাইফউদ্দিন এরপর করেছেন ৬ বলে ৮ রান। শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ৭৭ রান।