রোহিতের ‘সাধারণ বোলার’ মন্তব্যের জবাব এত দিনে দিলেন আমির
মাঝে সময় বয়ে গেছে ছয় বছর। কিন্তু রোহিত শর্মার মন্তব্যের জবাবটা মোহাম্মদ আমির দিলেন এত দিন পর!
২০১৬ সালে স্পট ফিক্সিং–কাণ্ডে নিষেধাজ্ঞা শেষ করে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল নিষেধাজ্ঞা পেরিয়ে পাকিস্তানের হয়ে তাঁর প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। সে সময় মোহাম্মদ আমিরকে নিয়ে ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এমন একটা মন্তব্য করেছিলেন, যেটি আমিরের ভালো না লাগারই কথা। হাজার হোক তিনি মানুষ তো! কেই–বা নিজের সম্পর্কে ‘উড়িয়ে দেওয়া’ মন্তব্য পছন্দ করবেন। আমিরও করেননি। তবে সেটি নিয়ে রোহিতকে তখন পাল্টা জবাব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেননি আমির।
কী বলেছিলেন রোহিত? সেবার কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা আমিরকে নিয়ে প্রশ্ন করেছিলেন রোহিতকে। কিছুটা বিরক্ত হয়েই রোহিত বলেছিলেন, ‘আমিরকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে। ওর সম্পর্কে কথা বলা বন্ধ করুন। সে-ই পাকিস্তান দলে একমাত্র বোলার নয়। আরও পাঁচজন ভালো বোলার আছে পাকিস্তানে। তারাও ভালো করছে। আমি মনে করি না ম্যাচের আগে আমিরকে অযথা ওপরে তোলার কিছু আছে। সে সাধারণ একজন বোলারমাত্র।’
সম্প্রতি পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেছেন, রোহিতের সেই কথা মোটেও তিনি গুরুত্বের সঙ্গে নেননি, ‘আমি রোহিতের কথাটা মোটেও গুরুত্বের সঙ্গে নিইনি। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে। আমি ব্যাটসম্যান রোহিতকে শ্রদ্ধা করি। সে বিশ্বমানের ব্যাটসম্যান। তবে এটা ঠিক যে আমার বোলিংয়ের সামনে রোহিত সব সময়ই চাপে থেকেছে।’
রোহিতের ওই ধরনের মন্তব্য করার অধিকার আছে বলেও মনে করেন আমির, ‘রোহিত নিজের মত দিয়েছিল। এতে কারও কোনো ক্ষতি হয়েছে বলে আমি মনে করি না। সে পেশাদার ক্রিকেটার। রোহিত হয়তো সেদিন নিজের মতামতই প্রকাশ করেছিল।’
ক্যারিয়ারে আমিরের বলে তিনবার আউট হয়েছেন রোহিত। একবার ওয়ানডে ম্যাচে, দুবার টি-টোয়েন্টিতে। রোহিতকে আমির প্রথম আউট করেন ঢাকায় ২০১৬ এশিয়া কাপের টি-টোয়েন্টি ম্যাচে। সেটি ছিল এলবিডব্লু। এরপর কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও আমিরের বলে শোয়েব মালিকের হাতে ধরা পড়েন তিনি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আমিরের বলে এলবিডব্লু হন আবারও। ভারত সে ম্যাচ হেরে যায় ১৮০ রানের শোচনীয় ব্যবধানে।