২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রেকর্ড ও জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

বেয়ারস্টো–রুটের ব্যাটে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ডছবি: রয়টার্স

এজবাস্টন টেস্টে আজ চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরাকে বেন স্টোকস আউট করার পরই জয়ের লক্ষ্যটা পেয়ে যায় ইংল্যান্ড। ভারত দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হওয়ায় জয়ের জন্য ৩৭৮ রানের লক্ষ্য পায় স্টোকসের দল।

টেস্টে এর আগে কখনো ৩৫৯ রানের বেশি তাড়া করে জিততে পারেনি ইংল্যান্ড। অর্থাৎ এজবাস্টনে জিততে হলে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়তে হবে স্টোকসের দলকে। সম্ভব?

আরও পড়ুন

কেন নয়? এই টেস্টে মাঠে নামার আগে ইতিহাসের প্রথম দল হিসেবে ইংল্যান্ড টানা তিন টেস্ট জিতেছে চতুর্থ ইনিংসে ২৫০ রানের বেশি তাড়া করে। সেটিও টেস্টে ব্যাটিংয়ের ধারা পাল্টে—কখনো ওয়ানডে, কখনো টি–টোয়েন্টি মেজাজে ব্যাট করেছেন স্টোকস–বেয়ারস্টোরা।

ভারতের হয়ে দুটি উইকেট নেন বুমরা
ছবি: রয়টার্স

আজও ঠিক তা–ই দেখা গেল বেয়ারস্টোর ব্যাটে। ৩ উইকেটে ২৫৯ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। কাল টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য দরকার ১১৯ রান। ১ ছক্কা ও ৮ চারে ৮৭ বলে ৭২ রানে অপরাজিত বেয়ারস্টো। অন্য প্রান্তে ৯ চারে ১১২ বলে ৭৬ রানে অপরাজিত জো রুট।

আরও পড়ুন
আরও পড়ুন

চা–বিরতির এক ওভার আগে ওপেনার জ্যাক ক্রলিকে (৪৬) হারায় ইংল্যান্ড। বুমরা তাঁকে আউট করার আগে রান তাড়ার ভিতটা পেয়ে যায় স্বাগতিকেরা। ওভারপ্রতি সাড়ে চারের বেশি রানরেটে ওপেনিং জুটিতে উঠেছে ১০৭ রান। শেষ সেশনের শুরুতে বিপদে পড়ে স্টোকসের দল।

দুর্দান্ত ফর্মে বেয়ারস্টো। আজও অর্ধশতক তুলে নিয়ে এগিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে
ছবি: রয়টার্স

তৃতীয় সেশনের প্রথম বলে ওলি পোপকে (০) তুলে নেন বুমরা। পরের ওভারের প্রথম বলে রানআউট হন অ্যালেক্স লিস (৫৬)। ২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ডকে টেনে তুলেছেন বেয়ারস্টো–রুট জুটি। চতুর্থ উইকেটে ১৯৭ বলে অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটি গড়ে চতুর্থ দিনের খেলা শেষ করেন দুজন। এই জুটিতে বেয়ারস্টোর অবদান ৮৭ বলে ৭২, রুটের ১১০ বলে ৭৫।

আরও পড়ুন

বেয়ারস্টো শুরুতে উইকেটে থিতু হয়েছেন। একপর্যায়ে তাঁর সংগ্রহ ছিল ৩৪ বলে ১৮। রুট ৭১ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর ধীরে ধীরে পরিকল্পনামাফিক হাত খুলেছেন বেয়ারস্টো। বাজে বল ছাড়েননি।

৭৬ বলে তুলে নেন অর্ধশতক। অন্য প্রান্তে হাল ধরেন রুট। স্লিপে একবার ‘জীবন’ও পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ভারতের হয়ে ২ উইকেট বুমরার।

আরও পড়ুন