রাজিনের রেকর্ড তাঁকেই ফেরত দিলেন লিটন

আজ সেঞ্চুরি পেয়েছেন লিটনছবি: প্রথম আলো

একটু বেশিই অপেক্ষায় থাকতে হলো লিটন দাসকে। ফতুল্লায় ভারতের বিপক্ষে স্ট্রোক ঝলমলে ৪৪ রানের সে ইনিংসের পর তাঁর প্রতিভা নিয়ে কখনো প্রশ্ন তোলার সুযোগ হয়নি। ওয়ানডে, টি-টোয়েন্টির মতো টেস্ট দলেও ধীরে ধীরে জায়গা পাকা করে নিয়েছে। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরের রেকর্ড এখন তাঁর। কিন্তু একটা বিষয় তাঁর নাগালের বাইরেই থেকে যাচ্ছিল। ২০১৫ সালের জুনে টেস্টে অভিষিক্ত লিটন এই সংস্করণে তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না।

দুবার নড়বড়ে নব্বইয়ে আটকা পড়েছেন। সর্বশেষ টেস্টেই সে কষ্টটা পেয়েছেন। হারারের সে দুঃখটা পরের ইনিংসে ভুললেন লিটন। আজ পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ১১৩ রানে অপরাজিত লিটন। আর তাঁর এ কীর্তিতেই রাজিন সালেহ ফিরে পেলেন একটি রেকর্ড।

লিটন দাস
ছবি: প্রথম আলো

আজ ৯৮তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের টেস্ট ক্যাপ পেয়েছেন ইয়াসির আলী। অভিষেকে টেস্টের প্রথম দিনে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। দিনের প্রথম সেশন দেখে অবশ্য অন্য কিছু হওয়ার শঙ্কাই জেগেছিল। পঞ্চম উইকেট জুটিতে অপরাজিত ২০৪ রান তুলে বাংলাদেশকে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন লিটন ও মুশফিকুর রহিম।

ইয়াসিরকে তাই ব্যাট করতে আগামীকালের অপেক্ষায় থাকতে হচ্ছে। অভিষেক রাঙাতে পারবেন কি না, সেটা কালই বোঝা যাবে। এদিকে আজ দিনটা রাঙিয়েছেন লিটন দাস। বাংলাদেশের ২৫তম ব্যাটসম্যান হিসেবে শতকের দেখা পেয়েছেন। শতকের দেখা পেতে ২৬তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লিটনকে।বাংলাদেশের পক্ষে এটা যৌথভাবে ধীরতম (সঙ্গী খালেদ মাসুদ)। অবশ্য ইনিংসের দিক থেকে মাসুদের (৪৯তম) চেয়ে এগিয়ে আছেন লিটন (৪৩তম ইনিংস)।

বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি না পেয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ করার রেকর্ড রাজিনের (ডানে)
ফাইল ছবি

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৯৮ জন ক্রিকেটার টেস্ট খেলেছেন। তাঁদের মধ্যে ৪৪ জনই পঞ্চাশের দেখা পেয়েছেন। অর্থাৎ ১৯ জন ব্যাটসম্যান পঞ্চাশ পেরোলেও কখনো টেস্টে সেঞ্চুরি পাননি। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ ও ইনিংস মাশরাফি বিন মুর্তজার। ৩৬ টেস্টে ৬৭ ইনিংসে ব্যাট করে তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেও কখনো সেঞ্চুরি পাননি মাশরাফি। তবে পেসার মাশরাফির কাছে কখনো সে চাহিদাও ছিল না দলের।

ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে রেকর্ডটি কাল পর্যন্ত ছিল লিটন দাসের। ২৫ ম্যাচ খেলে ৯টি পঞ্চাশ পেলেও সেঞ্চুরি পাওয়া হচ্ছিল না লিটনের। এই রেকর্ডটি আগে ছিল রাজিন সালেহর। ২৪ টেস্টে ৪৬ বার ব্যাট করে সাতবার পঞ্চাশ পেরোলেও কখনো সেঞ্চুরি পাননি রাজিন। বাংলাদেশের হয়ে কখনো সেঞ্চুরি না পেয়ে সবচেয়ে বেশি পঞ্চাশের রেকর্ডটি আজ আবার ফিরে পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

নিরোশান ডিকভেলা
ফাইল ছবি: এএফপি

বিশ্ব ক্রিকেটে সেঞ্চুরি না পেয়ে সবচেয়ে বেশি পঞ্চাশের রেকর্ড নিয়ে অবসরে গেছেন ভারতের চেতন চৌহান। ভারতীয় এই সাবেক ওপেনার সঙ্গী হিসেবে পেয়েছিলেন সুনীল গাভাস্কারকে। একসময় টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন গাভাস্কার। আর চৌহান ৪০ টেস্টের ক্যারিয়ারে ১৬ বার পঞ্চাশ পেরিয়েছেন, কিন্তু দুবার নড়বড়ে নব্বইয়ে আউট হলেও সেঞ্চুরি আর পাওয়া হয়নি তাঁর।

কিছুদিন ধরে চৌহানের রেকর্ডটি এখন অন্যের দখলে। শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা ৪৫ টেস্টের ক্যারিয়ারে ১৮ বার পঞ্চাশ ছুঁয়েছেন। কিন্তু চৌহানের মতোই দুটি নড়বড়ে নব্বইয়ে আউট হওয়া ডিকভেলা এখনো শত রানের দেখা পাননি। তবে ডিকভেলার এখনো সুযোগ আছে সেঞ্চুরি করে তালিকা থেকে নাম কাটানোর, চৌহানের তো সে সুযোগ নেই!