রাজশাহীর শুরুটা ভালো হয়নি
বিপিএলে আজ দিনের প্রথম খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে রংপুর রাইডার্স
আগের দুটি ম্যাচেই টস জিতেছে রংপুর রাইডার্স। প্রতিবারই আগে ফিল্ডিংয়ে নেমেছে দলটি। একটিতে হেরেছে আরেকটি জিতেছে। আজও টস জিতে সিদ্ধান্ত সিদ্ধান্ত পাল্টাননি রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রাজশাহী কিংসকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রংপুর অধিনায়ক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে রাজশাহীর স্কোর ৩ উইকেটে ৪৩ রান। দ্বিতীয় ওভারে রাজশাহীর ওপেনার মেহেদী হাসান মিরাজকে তুলে নিয়েছেন মাশরাফি। সৌম্য সরকারকেও (১৮) ফিরিয়েছেন রংপুর অধিনায়ক। মুমিনুল হকের (১৪) উইকেট নিয়েছেন সোহাগ গাজী।
রাজশাহী কিংস দলে রয়েছে দুটি পরিবর্তন। ফজলে মাহমুদের জায়গায় ঢুকেছেন রায়ান টেন ডেসকাট। আর কায়েস আহমেদের জায়গায় কামরুল ইসলাম। রংপুর রাইডার্স ক্রিস গেইলকে নিয়েই মাঠে নেমেছে। এবার বিপিএলে গেইল এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে না পারলেও প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় দুশ্চিন্তার নাম। একটি পরিবর্তন রয়েছে রংপুর দলে। মেহেদী মারুফের জায়গায় দলে সুযোগ পেয়েছেন নাহিদুল ইসলাম।