রাজশাহীতে আগুন ঝরালেন রাব্বি

জাতীয় দলের জার্সিতে কামরুল ইসলাম রাব্বি। প্রথম আলো ফাইল ছবি
জাতীয় দলের জার্সিতে কামরুল ইসলাম রাব্বি। প্রথম আলো ফাইল ছবি
>

জাতীয় লিগে আজ রাজশাহীতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন কামরুল ইসলাম রাব্বি। তাঁর তোপে প্রথম ইনিংসে মাত্র ৮৬ রানেই গুটিয়ে গেছে সিলেট বিভাগ

পেসারদের মধ্যে আগুন থাকে। তাতে প্রতিপক্ষকে হয়তো সব সময় পোড়ানো যায় না। কিন্তু পেসার আগুন ঝরালে তা ক্রিকেটে দেখার মতো এক দৃশ্যই বটে। জাতীয় লিগে আজ রাজশাহীতে তেমন আগুনই ঝরালেন পেসার কামরুল ইসলাম রাব্বি। তাঁর ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিজেদের প্রথম ইনিংসে সিলেট বিভাগ গুটিয়ে গেছে মাত্র ৮৬ রানে।

জাতীয় লিগের দ্বিতীয় স্তরে চার দিনের ম্যাচে রাজশাহীতে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে সিলেট। প্রথম দিনটা ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় দিনেও বৃষ্টি হানা দেওয়ায় খেলা হয়েছিল মাত্র ৩১ ওভার। ৩ উইকেটে ৬৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সিলেট। এর মধ্যে ২ উইকেট রাব্বির। আজ খেলার তৃতীয় দিনে মাত্র ১৮ রান যোগ করেই গুটিয়ে যায় সিলেট। আজ আরও ৪ উইকেট তুলে নেন জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট খেলা এ পেসার।

সব মিলিয়ে ১৬.১ ওভারে ৫ মেডেন নিয়ে ২৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন রাব্বি। টেস্ট, প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে এক ইনিংসে এটাই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ন্যূনতম ৫ উইকেটের দেখা পেলেন রাব্বি। এর আগে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে—২৪ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৫৫ রান তুলেছে বরিশাল।

গত বছর জুলাইয়ে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন রাব্বি। এরপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। শুধু জাতীয় দল নয়, বিসিবির কোনো দলেই জায়গা পাননি তিনি। শ্রীলঙ্কা সফরে যাওয়া বাংলাদেশ ‘এ’ দলেও জায়গা হয়নি তাঁর। এভাবে উপেক্ষিত থাকার জবাবটা শেষ পর্যন্ত আগুন ঝরিয়েই দিলেন রাব্বি।