রমিজ রাজার কথায় অবসর নেবেন না

মোহাম্মদ হাফিজ। ছবি: টুইটার
মোহাম্মদ হাফিজ। ছবি: টুইটার

চল্লিশে পা রাখতে বেশি বাকি নেই মোহাম্মদ হাফিজের। তেমন ধারাবাহিক না হলেও ইংল্যান্ড সফরে তাঁকে দলে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি পছন্দ হয়নি রমিজ রাজার। দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন এ ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার।

পাকিস্তানের সাবেক এ ক্রিকেটারের কথা আবার হাফিজের পছন্দ হয়নি। উল্টো রাজাকে এক হাত নিয়েছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার। হাফিজের সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত, এমন মন্তব্য করেছিলেন রমিজ।

এর জবাবে হাফিজ বলেছেন, 'আমি কাউকে দেখানোর জন্য ক্রিকেট খেলি না। তাই কারও কথায় ক্রিকেট ছাড়ছি না। এটা আমার জীবন। কখন অবসর নেব তা আমার সিদ্ধান্ত।'

পাকিস্তানের সাবেক অধিনায়ক হাফিজ টেস্ট ছেড়ে এখন সংক্ষিপ্ত সংস্করণে মন দিয়েছেন। রমিজের প্রতি তিনি বলেন, 'আসল বিষয় কী তা জানি না। তবে শুধু বয়স দেখে একজন ক্রিকেটারকে বিচার করা ঠিক না। রমিজ যা খুশি বলতে পারে। তবে কারও কথায় আমি খেলা চালিয়ে যাব কিংবা অবসর নেব না।'