যে ম্যাচের দেখা মেলে না সহজে

আজ মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়াছবি: প্রথম আলো

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। করোনা মহামারি নিয়ে মহাসতর্ক অস্ট্রেলিয়া দলের নানা রকম বিধিনিষেধ সিরিজের আগেই বাংলাদেশকে বেশ কাবু করে ফেলেছে। সিরিজে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহিম ও লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। লেগ স্পিনার আমিনুল ইসলামও বিধিনিষেধে আটকা পড়েছেন।

ওদিকে অস্ট্রেলিয়াও এসেছে বেশ খর্বশক্তির দল নিয়ে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা আগেই ছুটি পেয়েছেন। চোট ছুটি দিয়েছে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। গ্লেন ম্যাক্সওয়েলের মতো কিছু খেলোয়াড় নিজ থেকেই সরে গেছেন। তবু অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের আবেদন কমছে না

এবার কি জয়ের দেখা পাবে বাংলাদেশ?
ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে এখন টি-টোয়েন্টি খেলায় আগ্রহই বেশি দেশগুলোর। এর সুবাদে বেশ কিছু রেকর্ড হয়ে যাচ্ছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ তেমনই একটি রেকর্ড। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশ যত ম্যাচ খেলেছে সবই বিশ্বকাপে। চারটি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে এ দুই দলের। এই প্রথমবারের মতো দুই দল মুখোমুখি হচ্ছে কোনো দ্বিপক্ষীয় সিরিজে। তাছাড়া এই প্রথম কোনো সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার সঙ্গে অন্য সব সংস্করণেও যে খুব বেশি দেখা হয়, এমনও না। ওয়ানডেতেও ২০১৯ বিশ্বকাপের ম্যাচের আগে ফল মিলেছে এমন ম্যাচটি হয়েছে ২০১১ সালে। মাঝের ৮ বছরে সূচিতে ছিল মাত্র ২টি ম্যাচ। একটিতে বৃষ্টি মাঠেই নামতে দেয়নি। অন্যটিতে মাঠে নামার পর তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি। ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির সে ম্যাচটি শেষ পর্যন্ত আর হতেই পারেনি। তবে সে ম্যাচটি না হওয়াই শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে এসেছিল বাংলাদেশের জন্য। সুযোগ হয়েছিল সেমিফাইনাল খেলার।

এ পরিসংখ্যান মন খারাপ করে দেওয়ার
ছবি: প্রথম আলো

ওয়ানডেতে তবু ২০১১ সাল পর্যন্ত বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। টেস্ট সিরিজের দেখাও মিলেছে কালেভদ্রে। কিন্তু টি-টোয়েন্টির কপালে সেটিও জুটছিল না। টি-টোয়েন্টিতে বাংলাদেশের নিয়মিত প্রতিপক্ষের আলোচনার তালিকায় জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কার নামই তাই চোখে ভাসে।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অন্য সব দেশের বিপক্ষেই গত কয়েক বছরে বেশ কয়েকবার দেখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গেই কেন যেন খেলা হচ্ছিল না। অবশ্য আরেকটি দল এ ক্ষেত্রে অস্ট্রেলিয়াকেও টেক্কা দিয়েছে। একমাত্র টেস্ট খেলুড়ে দল হিসেবে ইংল্যান্ড এখনো বাংলাদেশকে টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ হিসেবেই পায়নি।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ম্যাচের স্বাদ পায়নি বাংলাদেশ
ছবি: প্রথম আলো

অর্থাৎ দ্বিপক্ষীয় সিরিজ তো বাদ, ৬টি বিশ্বকাপেও কখনো বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের দেখা মেলেনি। ইংল্যান্ডকে হিসেবের বাইরে রাখলে অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলেছে, এমন প্রতিপক্ষের মধ্যে তথাকথিত কোনো পরাশক্তি নেই।

যাদের সঙ্গে নিয়মিত দেখা হয় না
ছবি: প্রথম আলো

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা চারটি ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। ম্যাচ জয় তো দূরের কথা, কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। অবশ্য মুখোমুখি হওয়া সব ম্যাচেই জয়ের দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে আছে দুটি দেশ। বাংলাদেশের কাছে কখনো হারেনি, এমন দেশের তালিকায় থাকা দুটি নাম যে কাউকে চমকে দিতে বাধ্য।

হংকং ও স্কটক্যান্ডের কথা নিশ্চয় ভাবেননি
ছবি: প্রথম আলো