ম্যাক্সওয়েলের পাকিস্তান সফর নির্ভর করছে তাঁর বান্ধবীর ওপর

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সময়টা ভালো যাচ্ছে না তাঁরছবি: এএফপি

এবার বিয়েটা সেরেই ফেলতে হবে।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের মাথায় ঘুরছে এ ভাবনা। সেই ২০২০ সালের শুরু থেকে বান্ধবী বিনি রমনকে ঘরে তোলার একটা তারিখ খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু করোনা তাতে বাদ সেধেছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে প্রথম থেকেই অস্ট্রেলিয়াতে চলছে বিভিন্ন মেয়াদের লকডাউন। সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে বন্ধ ছিল বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানও। এবার ম্যাক্সওয়েল একটা তারিখ খুঁজে পেলেন ঠিকই, কিন্তু বাধা হয়ে এসেছে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর। আগামী বছর মার্চ–এপ্রিলে দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফরে যাওয়ার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখন ম্যাক্সওয়েলের মাথায় হাত। কী করবেন তিনি? বিয়েটা সেরে ফেলবেন নাকি পাকিস্তান সফরে যাবেন? এ নিয়ে দোটানায় পড়েছেন তিনি।

ম্যাক্সওয়েল নিজেই জানিয়েছেন, এবার হয়তো তাঁর বান্ধবী বিনি রমন বিয়ে পেছাতে রাজি হবেন না, ‘দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পাকিস্তান সফরটা দারুণ ব্যাপার। খুব সম্ভবত ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া শেষবার পাকিস্তান গিয়েছিল। এখন সেই সফরে আমি যাব কি যাব না, সেটি পুরোপুরি নির্ভর করছে আমার বান্ধবীর ওপর, আমার বিয়ে সে সময় হওয়ার কথা।’

বান্ধবী কি রাজি হবেন আরেকবার বিয়ে পেছাতে? ম্যাক্সওয়েল অবশ্য সন্দিহান বিষয়টা নিয়ে, ‘আমার মনে হয়, কোনো সুযোগ নেই।’

দুবার বিয়ে পেছাতে হয়েছে ম্যাক্সওয়েল ও বিনি রমনের
ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সীমিত ওভারের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ২০২২ সালের ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল। এর পরপরই টেস্ট সিরিজ। ঠিক সেই সময় ম্যাক্সওয়েল আর রমন বিনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন। বিনি রাজি না হলে ম্যাক্সওয়েল ছুটির আবেদন করতে পারেন বলেই জানিয়েছেন, ‘২০২০ সালের মার্চে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। কিন্তু চূড়ান্ত বিয়ের তারিখটা ঠিক করতে পারছিলাম না কোভিডের কারণে। এরই মধ্যে দুবার বিষয়টি স্থগিত করতে হয়েছে। আমি মনে করি, বিয়েটা এবার সেরে ফেলতেই হচ্ছে।’