মিরাজের বিষে বিবশ ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনেও দুর্দান্ত বোলিং করছেন মিরাজ। ছবি: প্রথম আলো
তৃতীয় দিনেও দুর্দান্ত বোলিং করছেন মিরাজ। ছবি: প্রথম আলো
>

মিরপুর টেস্টে তৃতীয় দিন সকালেও ব্যাটিং বিপর্যয় অব্যাহত রয়েছে ওয়েস্ট ইন্ডিজের

মিরপুর টেস্টে দিন পাল্টালেও পতনের মিছিল ঠেকাতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। কাল ৫ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারি দল। আজ তৃতীয় দিনের খেলা শুরুতেই ৪ উইকেট হারিয়েছে তারা। এই ৪ উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে টেস্টে এক ইনিংসে নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার তুলে নিয়েছেন এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ যে ফলোঅনে পড়তে যাচ্ছে, তা মোটামুটি নিশ্চিত।

কাল ৫ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অপরাজিত ছিলেন শেন ডওরিচ ও ডেনজা হেটমায়ার। আজ সকালের সেশনে দ্বিতীয় ওভারেই মিরাজকে ছক্কা মেরে অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন হেটমায়ার। নিজের পরের ওভারেই হেটমায়ারকে তালুবন্দী করে শোধটা তুলে নেন মিরাজ। ঠিক তার আগের বলেই মিরাজের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে হুক-আই প্রযুক্তিতে দেখা গেছে, বল উইকেটে আঘাত করত।

আগের দিন শেষ সেশনে ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ। আজ হেটমায়ারকে ফেরানোর পর আরও বিপজ্জনক হয়ে ওঠেন তিনি। নিজের পরের ওভারে তুলে নেন দেবেন্দ্র বিশুকে। এই আউটের প্রধান কুশীলব অবশ্য সাদমান ইসলাম। সিলি পয়েন্টে বিশুর দুর্দান্ত ক্যাচ নেন তিনি। পরের ওভারে সাকিবের বলে ‘জীবন’ পেলেও মিরাজকে তা ‘উপহার’ দিয়ে গেছেন কেমার রোচ। অযথাই তুলে মারতে গিয়ে ক্যাচ দেন এই পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ৭ উইকেট নিয়ে টেস্টে নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার তুলে নিয়েছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১১০। হাতে ১ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৪০২ রানে পিছিয়ে আছে দলটি।