মিচেলে আনন্দ, মিচেলে হতাশা
১৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তাঁর কারণেই সাড়ে পাঁচ শ ছাড়ানো এক বিশাল স্কোর পেয়েছে নিউজিল্যান্ড। কিন্তু ড্যারিল মিচেল কি তবু দিন শেষে তৃপ্তি পাচ্ছেন অতটা? ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনটা যে পুরোপুরি নিউজিল্যান্ডের হলো না, এর দায় তো তাঁরই।
নিউজিল্যান্ডের ৫৫৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৯০ রান করেছে ইংল্যান্ড। ৩৪ রানে অপরাজিত ওপেনার অ্যালেক্স লিস। তিনে নামা ওলি পোপ তো পঞ্চাশের (৫১*) দেখাই পেয়ে গেছেন। অথচ দুজনের ক্যাচই ফেলেছেন প্রথম স্লিপে থাকা মিচেল।
প্রথম দিনে ৩১৮ রানের পর দ্বিতীয় দিনে এসেছে ৩২৫ রান। ৭ রান বেশি হলেও উইকেট পড়েছে তিনটি বেশি। যদিও দিনের প্রথম দুই সেশনে মাত্র ১ উইকেটের দেখাই মিলেছিল। আগের দিন ৮১ রানে অপরাজিত মিচেল ১৮৪ বলে তিন অঙ্কে পৌঁছেছেন, ৬৭ রানে দিন শুরু করা ব্লান্ডেলের শতক ১৯১ বলে। মধ্যাহ্নবিরতির আগে লিচের বলে ব্লান্ডেল আউট হলে ভাঙে দুজনের ২৩৬ রানের জুটি, এরপর ষষ্ঠ উইকেটে অভিষিক্ত মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে আবার ৯১ রানের জুটি মিচেলের।
বৃষ্টিতে আগেভাগে চা–বিরতি, এরপর ৪৯ রানে ব্রেসওয়েল আউট। এরপরই ইংল্যান্ডের বোলাররা পায়ের তলায় মাটি খুঁজে পেলেন। একটু আগেও ৫ উইকেটে ৪৯৬ রান দেখানো স্কোরকার্ড একটু পরই ৯ উইকেটে ৫২০ রান দেখাল। দশম উইকেটে বোল্টের সঙ্গে ৩৩ রানের জুটিতে দলকে সাড়ে পাঁচ শ পার করান মিচেল। ১৬ রানে অপরাজিত ছিলেন বোল্ট। এতে ১১ বা তার পরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডে মুরালিধরনের পাশে বসেছেন বোল্ট। মুরালিধরনের ৬২৩ রান এসেছিল ৯৮ ইনিংসে। বোল্ট সেটা ৭৮ বার ১১-তে নেমেই পেলেন।
বোলিংয়ে নিজের ষষ্ঠ বলেই জ্যাক ক্রলিকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন বোল্ট। অ্যালেক্স লিস ও ওলি পোপ বাকি সময়টায় ২৪ ওভারে ৮৪ রান যোগ করেছেন।
দিনের শুরু ও মাঝের গল্পটা শুধুই মিচেলের। ৩১৮ বলে ২৩ চার ও ৪ ছক্কায় ১৯০ রান তুলেছেন মিচেল। অবশ্য শুধু তাঁর কথা বললে টম ব্লান্ডেল মনঃক্ষুণ্ন হতে পারেন। প্রথম টেস্টে নার্ভাস নাইন্টিজে আউট হওয়া এই উইকেটকিপার ১০৬ রান করেছেন আজ।