২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মাস্ক পরে মায়ের জানাজায় আসতে বললেন পাকিস্তানি ক্রিকেটার

আজহার আলী।ছবি: এএফপি

করোনার এই সময়ে মৃত্যু তো বিশ্বজুড়েই নিয়মিত খবর। রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেন, হাসপাতালে রোগীর ভিড়, স্বজনের দুশ্চিন্তার রেখা এঁকে যাওয়া মুখ...নিত্যদিনের চিত্র। গত কিছুদিনে বাংলাদেশসহ উপমহাদেশের দেশগুলোতে করোনার প্রকোপ আবার বেড়ে গেছে অনেক গুণ। মাঝে কিছুটা অনিয়মিত হওয়ার আশা দেখা গেলেও এই চিত্রগুলো এখন আবার নিয়মিত হওয়ার শঙ্কা।

এর মধ্যে আজ দুঃসংবাদ পেলেন পাকিস্তানের ক্রিকেটার আজহার আলী। তাঁর মা মারা গেছেন। অতল দুঃখ মনে নিয়ে ঘোষণাটা টুইটারে দিয়েছেন আজহার। তবে করোনার সময়ে মৃত্যু বলেই, নিজের সামাজিক দায়িত্বটাও ভোলেননি ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। সবাইকে মায়ের জানাজায় মাস্ক পরে, করোনাবিষয়ক স্বাস্থ্যবিধি মেনে আসার অনুরোধ করেছেন।

কীভাবে মারা গেলেন আজহারের মা, তা জানা যায়নি। আজহার নিজেও টুইটারে ঘোষণায় তা লেখেননি। শোক সংবাদটা জানানো টুইটে লেখা, ‘আজ বিকালে আমার মা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার ব্যাপারে সবকিছু শিগগিরই জানিয়ে দেব। তবে সবাইকে অনুরোধ করব, জানাজায় আসার সময় কোভিডবিষয়ক সব স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই দোয়া করুন আমার মায়ের জন্য।’

পরে আরেক টুইটে জানাজা কোথায়, কখন হবে সব জানিয়ে আবারও একই অনুরোধ আজহারের, ‘আমার প্রিয় মায়ের জানাজা আজ রাত ১০টার সময় অনুষ্ঠিত হবে। ভেন্যু, ভালান্সিয়া টাউনের মূল মসজিদের বিপরীতে বি ব্লক পার্ক। দয়া করে জানাজায় সবাই কোভিডবিষয়ক সব নিয়মকানুন মানবেন, সামাজিক দূরত্ব ঠিক রাখবেন।’

সাধারণ যেকোনো মানুষেরই এখন করোনার নিয়মকানুন অন্য যেকোনো সময়ের চেয়ে আরও ভালোভাবে মানা উচিত। মাস্ক পরা, হাত ধোয়া বা জীবাণুমুক্ত করা, চোখে-মুখে-নাকে হাত না দেওয়া, সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করা...করোনায় গ্রাস করে রাখা গত এক বছরের বেশি সময়ে নিয়মগুলো তো এখন সবারই জানা। তবে আজহার আলী তো আর সাধারণ কেউ নন, তারকা হওয়ার কারণেই তাঁকে সামাজিক দায়িত্ব থেকে এই অনুরোধ আরও বেশি করে করতে হচ্ছে। জানাজায় লোকসমাগমে করোনার নিয়ম না মানলে সেখান থেকে ভাইরাস ছড়ানোর ঝুঁকি যে বেশি থাকবে!

আজহার আলী।
ছবি: এএফপি

এই সবকিছু এক পাশে রাখলে দিনটা তো আজহার আলীর জন্য দুঃস্বপ্নসম এক দিন হয়েই থাকবে। তাঁর এমন কঠিন দিনে টুইটার বার্তায় আজহার আলীর পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেট–সংশ্লিষ্ট অনেকেই। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ দোয়া করেছেন আজহার আলীর মায়ের জন্য। পাকিস্তানের মেয়েদের দলের তারকা সানা মিরও লিখেছেন, ‘খবরটা শুনে অনেক কষ্ট লাগছে আজহার ভাই। আল্লাহ তাঁকে পরবর্তী দুনিয়ায় সবচেয়ে ভালো অবস্থায় রাখুন।’

বিখ্যাত ধারাভাষ্যকার অ্যালান উইলকিনসও সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘প্রিয় আজহার, তোমার মায়ের মৃত্যুতে মনের গভীর থেকে তোমার ও তোমার পরিবারের সবাইকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা তাঁর আত্মাকে শান্তি দিন।’