মাশরাফি ও ওয়াসিম আকরামের পাশে সাকিব

বোলিংয়ে বড় দুটি রেকর্ড ছুঁয়েছেন সাকিব আল হাসান।ছবি: শামসুল হক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ধনাঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লু করে দুটি বড় রেকর্ড ছুঁয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে মাশরাফি বিন মুর্তজার পাশে বসেছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে দুজনই নিয়েছেন ২৬৯ উইকেট। ওয়ানডেতে মাশরাফির মোট উইকেট ২৭০টি। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক এর একটি নিয়েছেন এশিয়া একাদশের হয়ে।

ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরামের পাশেও বসেছেন সাকিব। আকরাম শারজাহে ও সাকিব মিরপুরে নিয়েছেন ১২২টি উইকেট।

ওয়ানডেতে বাংলাদেশে সর্বোচ্চ উইকেটশিকারি

মাশরাফির রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব।
ফাইল ছবি

ওয়ানডেতে এক ভেন্যুতে বেশি উইকেট

নবম চেষ্টায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ এ নিয়ে ১১টি দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল।

ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন মুশফিক।
ছবি: প্রথম আলো

৪৯

মুশফিকের সেঞ্চুরিটি মিরপুরের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি। ওয়ানডে সেঞ্চুরিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামকে ছাড়িয়ে চারে উঠে এসেছে শেরেবাংলা।

এক ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি

১২৫

ওয়ানডেতে মুশফিকের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ১৪৪-ও শ্রীলঙ্কার বিপক্ষেই, ২০১৮ এশিয়া কাপে দুবাইয়ে।

২৫৮৮

মিরপুরে মুশফিকের ওয়ানডে রান। মিরপুরে এর চেয়ে বেশি রান আছে শুধু তামিমের (২৭৭৮)। মুশফিক কাল সাকিবকে (২৫৪৯) ছাড়িয়ে উঠেছেন দুইয়ে।

৫১

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ১৫৫ জন প্রতিনিধিত্ব করেছেন। তাঁদের মধ্যে শরীফুলসহ ৫১ জন খেলেছেন তিন সংস্করণেই। ওয়ানডেতে বাংলাদেশের ১৩৬ নম্বর খেলোয়াড় শরীফুল ইসলাম।

ওয়ানডে অভিষেকে গোল্ডেন ডাক পাওয়া তৃতীয় বাংলাদেশি শরীফুল। প্রথম দুজন জাকির হোসেন (১৯৯৮) ও জিয়াউর রহমান (২০১৩)।