মাঠে নানা রঙের মুশফিক

চট্টগ্রামে আগের টেস্টে দারুণ শতকের পথে হয়ে গেলেন টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছানো প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান। এরপর মিরপুরে ৫২৭ মিনিটের অসাধারণ ইনিংসে ৩৫৫ বলে ১৭৫ রান। মুশফিকুর রহিমের সময়টা কেমন চলছে, সে না বললেও চলে! শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তাঁর অভিব্যক্তিতেও সেটা স্পষ্ট।

প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরা মাঠে খুঁজে বেড়িয়েছে মুশফিককে, তাতে ধরা পড়ল মাঠের মুশফিকের নানা রঙের মুখভঙ্গি। কখনো চোখে আনন্দটা স্পষ্ট, কখনো চোখে জিজ্ঞাসু দৃষ্টি...আবার কখনো চোখের তারা নিয়ে খেললেন তিনি!

১ / ৭
ফিল্ডিং করতে করতে একটু মজা করতে ইচ্ছে হলো তাঁর
ছবি: শামসুল হক
২ / ৭
হাত দেখিয়ে কী বলতে চাইছিলেন মুশফিক?
ছবি: শামসুল হক
৩ / ৭
ধুর ছাই! মেঘ হচ্ছে, বৃষ্টি খেলাটা হতে দেবে তো?
ছবি: শামসুল হক
৪ / ৭
ক্যামেরা যাঁকে খুঁজছে, তাঁর চোখই ক্যামেরার দিকে!
ছবি: শামসুল হক
৫ / ৭
আমার এত ছবি তুলছে কেন? কোনো ফটো গ্যালারি হবে নাকি?
ছবি: শামসুল হক
৬ / ৭
একটুর জন্য সুযোগ হাতছাড়া হয়ে গেল?
ছবি: শামসুল হক
৭ / ৭
মাঠে শুধু হাসি-আনন্দে থাকলেই চলে নাকি, একটু সিরিয়াসও হতে হয়!
ছবি: শামসুল হক