ভয়ে কেঁদেছিলেন রোহিতের স্ত্রী
ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান রোহিত শর্মা। ১৫৮ বলে ২০৯ রান, ১৭৩ বলে ২৬৪ আর ১৫৩ বলে অপরাজিত ২০৮। কোন ডাবল সেঞ্চুরিটিকে এগিয়ে রাখবেন রোহিত? তিনটির মধ্যে একটিকে সেরা বলা ভারতীয় ওপেনারের জন্য নিঃসন্দেহে কঠিন এক কাজ। কিন্তু তাঁর স্ত্রী ঋতিকার জন্য নিশ্চয়ই এটা কোনো কঠিন কাজ নয়।
রোহিত ২০১৭ সালে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে যেদিন তাঁর তৃতীয় ডাবল সেঞ্চুরিটি পেয়েছিলেন সেদিন ছিল তাঁর বিয়ে বার্ষিকী। ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছিলেন রোহিতের স্ত্রী ঋতিকা। ভারতীয় ওপেনার ২০০ রানে পৌঁছানোর পর ক্যামেরা ঘুরে যায় গ্যালারিতে, ঋতিকার দিকে। ক্যামেরায় ধরা পড়ে ঋতিকা কাঁদছেন, নিঃসন্দেহে আনন্দাশ্রু। বিয়ে বার্ষিকীর দিন মাঠে থাকা স্বামীর কাছ থেকে এর চেয়ে বড় উপহার আর কী পেতে পারতেন ঋতিকা!
বিয়ে বার্ষিকীর দিন স্বামীর কাছ থেকে একটি ডাবল সেঞ্চুরি পেয়েছেন। যে ডাবল সেঞ্চুরি আবার তাঁর স্বামীকে বিশ্বের বাকি সব ক্রিকেটারদের থেকে আলাদা করে দিয়েছে। রোহিতের এই সেঞ্চুরিটিকেই তো সেরা বলবেন ঋতিকা। কিন্তু ওভাবে কেঁদেছিলেন কেন? ঋতিকার কান্নার সেই ছবিটি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্রমণ হয়ে যায়। সবাই ভেবেছিল বিয়ে বার্ষিকীর দিন রোহিতের কাছ থেকে এমন মধুর উপহার পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ঋতিকা।
আসল কারণটি জানা গেল এতদিন পর। দুই সতীর্থ শিখর ধাওয়ান ও মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে এক ভিডিও আড্ডায় যেটি জানিয়েছেন রোহিত নিজেই, 'আপনারা দেখেছেন আমার স্ত্রী আবেগাক্রান্ত হয়ে পড়েছিল। দিনটি ছিল বিশেষ। আমাদের বিয়ে বার্ষিকী। মাঠে থেকে আমার পক্ষে সবচেয়ে সেরা উপহারটাই হয়তো তাকে আমি দিতে পেরেছিলাম। এটা তো আবেগের বিষয়ই।'
কিন্তু সেই কান্নার আসল কারণটা এরপরই জানিয়েছেন রোহিত, 'প্রথমে আমি বুঝতেই পারিনি সে কেন কেঁদেছিল। আমি পরে তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি কেঁদেছ? তখন সে আমাকে কান্নার কারণটা বলেছে। ১৯৬তম রানটি নিতে গিয়ে আমাকে ডাইভ দিতে হয়েছিল। হাতে ব্যথা পেয়েছিলাম। ও ভেবেছিল হয়তো আমার হাত মচকে গেছে। এটাতে ও উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এ কারণেই সে আবেগী হয়ে গিয়েছিল।'