ভেজা চোখে ডুসেনদের বিদায়
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ৬০ বলে অপরাজিত ৯৪ রান করা রাসি ফন ডার ডুসেন।
দল জিতেছে, নিজে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন। কিন্তু সেমিফাইনালে পৌঁছাতে না পারাটা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেন সহজভাবে নিতে পারেননি। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে এসে ছলছলে চোখে বলছিলেন, ‘এই পুরস্কারের কোনো মূল্য নেই।’
শারজায় ইংল্যান্ডের বিপক্ষে ৬০ বলে অপরাজিত ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আজ দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে ১৮৯ রানের বিরাট পুঁজি এনে দেন। দলও শেষ পর্যন্ত জিতেছে ১০ রানের ব্যবধানে। কিন্তু রান রেটের হিসেবে অস্ট্রেলিয়া থেকে পিছিয়ে থাকায় ডুসেনের সব চেষ্টা বিফলে যায়। সুপার টুয়েলভের গ্রুপ ১ থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল।
ডুসেনের সব হতাশা সে জন্যই। তিনি বলেছেন, ‘আমরা বড় রান করেছি ঠিকই। কিন্তু আমাদের শেষ চারে যেতে হলে বোলারদের অবিশ্বাস্য কিছু করতে হতো।’ তবে দলের ব্যাটিং পারফরম্যান্সের প্রশংসা করতে ভুল করলেন না এই ডানহাতি ব্যাটসম্যান, ‘আমরা ব্যাট হাতে ভালো করেছি। যে ধরনের উইকেটে খেলতে হচ্ছে, সেই হিসেবে আমরা অনেক কার্যকরী ব্যাটিং করেছি।’
বাংলাদেশ দলের বিপক্ষে এর আগের ম্যাচের উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘আগের ম্যাচে বাংলাদেশি বোলাররা উইকেটের সুবিধা নিয়ে দারুণ বোলিং করেছে। পেস ছিল, বাউন্স ছিল। আজ এখানে এসে খেলেছি সম্পূর্ণ ভিন্ন উইকেটে। মন্থর, গতি নেই। তবু আমরা মানিয়ে নিয়েছি। এটার কৃতিত্ব আমরা পেতে পারি।’