টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন সাকিব
জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান
অবিশ্বাস্য ফর্মে আছেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন ওয়ানডেতে শীর্ষস্থানীয় এ অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করতে নেমে নবম ওভারে সৌম্য সরকার ফেরার পর ব্যাট করতে নামেন সাকিব। এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে জয়ের পথেই রেখেছেন দেশসেরা এ ক্রিকেটার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৪৮।
তামিম বরাবরের মতোই রক্ষণাত্মক শুরু করেছিলেন। পঞ্চম ওভার শেষে সৌম্য যখন ১১ বলে ১৮ অন্য প্রান্তে তামিমের সংগ্রহ তখন ১৯ বলে ৯। যতক্ষণ উইকেটে ছিলেন বাজে বল পেলে সৌম্য যতটা সম্ভব রান তোলার চেষ্টা করেছেন। পঞ্চম ওভারে শেলডন কটরেলকে এক চার ও এক ছক্কায় বড় কিছুর ইঙ্গিতও দিয়েছেন এ ওপেনার। নবম ওভারে রাসেলের প্রথম বলে পয়েন্টের ওপর দিয়ে মেরেছেন দুর্দান্ত এক ছক্কা। কিন্তু পরের বলেই স্লিপে ক্রিস গেইলকে ক্যাচ শিখিয়েছেন সেই সৌম্যই! এতে ভেঙেছে দুই ওপেনারের ৫২ রানের জুটি।
তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে আউট হন তামিম। ১৮তম ওভারে শেলডন কটরেলের সরাসরি থ্রোয়ে রান আউট হন এ ওপেনার। ৫৩ বলে ৪৮ রান করেন তিনি। তামিম আউট হওয়ার পরের ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুশফিকুর রহিম (১)। টানা দুই ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
উইকেটে সাকিবের সঙ্গে রয়েছেন লিটন দাস। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া সাকিব ১০০ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে ৪৭ রানে অপরাজিত লিটন দাস।
[তাৎক্ষণিক আপডেট দেওয়ায় শিরোনাম ও প্রতিবেদনের মধ্যে কিছুটা অমিল দেখা যেতে পারে।]