ভারতের শেষ ম্যাচে সেরা জাদেজা

পাওয়ার প্লে-র শেষ ওভারে বোলিংয়ে এসেই উইকেটের দেখা পান জাদেজা। ক্রেইগ উইলিয়ামসকে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে তুলে নেন তিনি।

ভারতের হয়ে ভালো বল করেন জাদেজাছবি: এএফপি

ভারতের বিশ্বকাপ-স্বপ্নভঙ্গ হয়েছে আগেই। নামিবিয়ার বিপক্ষে আজকের ম্যাচটা ছিল নিয়মরক্ষার লড়াই। শেষটা ভালো করতে এ ম্যাচটা জেতা দরকার ছিল ভারতের। রবীন্দ্র জাদেজা তাতে মুখ্য ভূমিকা রেখে ম্যাচসেরা। নামিবিয়ার ৮ উইকেটে ১৩২ রানে থেমে যাওয়ার নেপথ্যে ১৬ রানে ৩ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন বাঁহাতি এ অলরাউন্ডার।
পাওয়ার প্লে-র শেষ ওভারে বোলিংয়ে এসেই উইকেটের দেখা পান জাদেজা। ক্রেইগ উইলিয়ামসকে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে তুলে নেন তিনি। নিজের পরের ওভারেও দেখা পান উইকেটের। স্টিফেন বার্ডকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। তৃতীয় ওভারে কোনো উইকেটের দেখা পাননি। নিজের শেষ ওভারের শেষ বলে জেজে স্মিটকে তুলে নিয়ে দারুণ একটা স্পেলের সমাপ্তি টানেন জাদেজা। তাঁর ৪ ওভারে মাত্র একটি চার মারতে পেরেছে নামিবিয়া। ‘ডট’সংখ্যা ১৩।
ভারতের ৯ উইকেটে জয়ের পর জাদেজা বলেন, ‘আজ বোলিং উপভোগ করেছি। কিছু ডেলিভারি বাঁক পেয়েছে, কিছু পায়নি। ব্যাটসম্যানরা ধন্দে ছিল। অশ্বিনের সঙ্গে বোলিংটা সব সময় উপভোগ করি। বিরাট অধিনায়ক হিসেবে দারুণ করেছে। তাঁর অধিনায়কত্ব উপভোগ করেছি।’