২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নিয়ে হতাশ রবি শাস্ত্রী

ভারত দ্বিতীয় ইনিংসে ধীরগতির ব্যাটিং করেছে বলে অভিযোগ শাস্ত্রীরফাইল ছবি

এজবাস্টনে আজ নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে জো রুট আর জ‌নি বেয়ার‌স্টোর অবিচ্ছিন্ন ২৬৯ রা‌নের জু‌টি‌ ম‌নে হতে দেয়নি যে ইংল্যান্ড প্রায় অসম্ভব এক লক্ষ্যের পেছনে ছুটছে।

আরও পড়ুন

টেস্টের চতুর্থ ইনিংসে এবং পঞ্চম দিনে এমন ব্যাটিং কীভাবে সম্ভব—সবাই যখন এটা নিয়ে আলোচনা করছেন, রবি শাস্ত্রী হারের জন্য ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংকে দুষছেন।

দ্বিতীয় ইনিংসে ভারকের ব্যাটিং ছিল ধীরগতির
ছবি: এএফপি

ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার দুটি শতকে প্রথম ইনিংসে ভারত ৪১৬ রান তুলেছিল। ইংল্যান্ডকে ২৮৪ রানে অলআউট করে দিয়ে প্রথম ইনিংসে এগিয়ে ছিল তারা ১৩২ রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান তুলতে পারে ভারত। চেতেশ্বর পূজারা সর্বোচ্চ ৬৬ রান করেন আর পন্ত করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান।

বিফলে গেছে পন্ত–জাদেজার ২২২ রানের জুটি
ছবি: এএফপি

সব মিলিয়ে এজবাস্টন টেস্টের ধারাভাষ্যকার শাস্ত্রী বলেছেন, ‘আ‌মি ম‌নে ক‌রি, দ্বিতীয় ই‌নিং‌সে ভারত আরও আক্রমণাত্মক ব্যাটিং কর‌তে পারত! ইংল্যান্ডকে ম্যাচের বাই‌রেই নি‌য়ে যে‌তে পারত। সে‌টি না কর‌তে পারা ছিল বেশ হতাশারই।’

আরও পড়ুন

ভারত আরও দুই সেশন খেলার ফল অন্য রকমই হ‌তে পারত ব‌লে মনে ক‌রেন শাস্ত্রী, ‘ভার‌তের আরও দুই সেশন ব্যাটিং করা উ‌চিত ছিল। তারা খু্বই রক্ষণাত্মক ব্যাটিং ক‌রে‌ছে। তারা ছিল নির্জীব, বিশেষ ক‌রে মধ্যাহ্নবির‌তির প‌র ব্যাটিংটা ছিল খুবই হতাশার ।’