ভারতকে 'স্বার্থপর' বললেন মার্ক ওয়াহ
>নভেম্বরে অস্ট্রেলিয়া সফর করবে ভারত। তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি সিরিজের সঙ্গে টেস্ট ম্যাচ আছে চারটি। ভারতকে একটি দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারত রাজি হয়নি। হতাশ মার্ক ওয়াহ তাই ভারতে স্বার্থপরই বলছেন
অস্ট্রেলিয়ায় কোনো দেশের ক্রিকেট সফর মানেই এখন দিবারাত্রির টেস্ট ম্যাচ। ২০১৫ থেকে প্রতিটি সিরিজেই অস্ট্রেলিয়া আয়োজন করেছে একটি দিনরাতের টেস্ট ম্যাচ। গোলাপি বল আর ফ্লাড লাইটে আয়োজিত দিনরাতের টেস্ট জনপ্রিয়ও হয়েছে যথেষ্ট। এ বছরের ডিসেম্বরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে একটি দিবারাত্রির টেস্টের জন্য যখন সবাই মুখিয়ে, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, এই সিরিজে গোলাপি বলে টেস্ট খেলবে না তারা। অস্ট্রেলিয়া সিরিজের গুরুত্ব আর দিনরাতের টেস্ট খেলায় নিজেদের ‘প্রস্তুতিহীনতা’কে কারণ হিসেবে দেখিয়েছে তারা। বিসিসিআইয়ের এ সিদ্ধান্তে চরম হতাশ সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়াহ। বিসিসিআইকে রীতিমতো ‘স্বার্থপর’ই মনে হচ্ছে তাঁর।
টেস্ট ক্রিকেটকে হালে অনেকেই ‘মৃতপ্রায়’ বলছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের আগ্রাসনে ক্রিকেটের ধ্রুপদি সংস্করণ যে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে—এটা জানেন, বোঝেন অনেকেই। বুঝেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাও। টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতেই এই দিবারাত্রি টেস্টের প্রবর্তন। এর সময়সূচি দর্শকদের আকর্ষণ করে। দিনরাতের তারতম্যের কারণে কন্ডিশনের পার্থক্যও খেলাটিকে উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ করে তোলে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়ার দিবারাত্রির টেস্টও নিশ্চয়ই টেলিভিশন দর্শকদের মধ্যে বড় ধরনের সাড়া ফেলত। মাঠেও নিশ্চয়ই উপস্থিত থাকত হাজার চল্লিশেক মানুষ। বিসিসিআইয়ের সিদ্ধান্ত এই সুযোগ থেকে দর্শকদের বঞ্চিতই করেছে বলে মনে করেন মার্ক, ‘ভারত ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে কিছুটা স্বার্থপর। কারণ টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করা উচিত।’
দিবারাত্রি টেস্টে ভারতকে আগ্রহী করে তোলার চেষ্টাও করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক এই নির্বাচক, ‘দিবারাত্রি টেস্টের জন্য ভারত খুবই ভালো দল হতে পারত। কারণ তাদের ভালো কিছু ফাস্ট বলার আছে। তাদের স্পিনার ও ব্যাটসম্যানরাও স্কিলে খুবই ভালো।’
২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিবারাত্রির টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। প্রতিবারই এ ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে আগ্রহ থাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করে টিভি সম্প্রচারের জন্য দিবারাত্রির টেস্ট খুবই ভালো। কিন্তু ভারতকে রাজি করাতে পারেনি তারা।