ভারত অনূর্ধ্ব-১৯ দলে ৫ জনের করোনা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকাল কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো দলটি কাল আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রায় অসাধ্যসাধন করেছে ভারত দল। কাল যে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড নয়, ছিল করোনাভাইরাস নামের মহামারি।
গতকাল ম্যাচের আগেই ভারত দলে করোনা ধরা পড়ে। এমনই অবস্থা যে কাল একাদশ সাজাতেই ঘাম ছুটে গেছে ভারতের। একসঙ্গে পাঁচজনের করোনা ধরা পড়ার খবর এসেছিল কাল। আক্রান্তের তালিকায় ছিল দলটির অধিনায়ক ও সহ–অধিনায়ক।
করোনাভাইরাস ও এ–সংক্রান্ত বিধিনিষেধের কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বহু আগেই সরে গেছে নিউজিল্যান্ড। অন্য সব দলকে স্বাভাবিকের চেয়ে বড় স্কোয়াড নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এবার ১৭ জন পর্যন্ত খেলোয়াড় নেওয়ার সুযোগ পেয়েছে দলগুলো। এ পরিবর্তন কত দরকারি, কাল বুঝেছে ভারত। কাল দলটির অধিনায়ক যশ ধুল, সহ-অধিনায়ক এস কে রশীদসহ পাঁচজনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর এসেছে। পাঁচজনকেই আইসোলেশনে পাঠানো হয়েছে।
দলের তিন ও চারে নামা দুই ব্যাটসম্যানের বিকল্প তড়িঘড়ি করে বের করেছে ভারত। পরিবর্তিত সে দলই আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৩০৭ রান তুলেছে। দুই ওপেনার অংক্রিশ রঘুবংশী ও হারনুর সিং যথাক্রমে ৭৯ ও ৮৮ রান করেছেন। পাঁচে নেমে পেসার রাজবর্ধন হাঙ্গারগেকার ১৭ বলে ৩৯ রান করেছিলেন।
জবাবে ৬৬ রানে ৬ উইকেট হারানো আয়ারল্যান্ড থেমেছে ১৩৩ রানে। কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া ভারতের গ্রুপ পর্ব শেষ ম্যাচ উগান্ডার বিপক্ষে। ২৬ জানুয়ারি শুরু হবে সুপার লিগের কোয়ার্টার ফাইনাল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সেরে ওঠার জন্য তাই কিছুটা সময় পাচ্ছে ভারত।