ভরাডুবি এড়াতে ওয়াটসনকে আনছে রংপুর

>
ওয়াটসনকে পেলে ভাগ্য বদলাবে রংপুরের? ছবি: ইনস্টাগ্রাম
ওয়াটসনকে পেলে ভাগ্য বদলাবে রংপুরের? ছবি: ইনস্টাগ্রাম

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে উড়িয়ে আনছে রংপুর রেঞ্জার্স

বিপিএল পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে রংপুর রেঞ্জার্স। ঢাকা-পর্বে দুই ম্যাচ হারের পর চট্টগ্রামে এসেও কপাল খোলেনি রংপুরের। শক্তি বাড়াতে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডারকে উড়িয়ে আনছে রংপুর। টি-টোয়েন্টিতে বিধ্বংসী অলরাউন্ডার শেন ওয়াটসন বিপিএলে খেলবেন রংপুরের হয়ে। দলটির টেকনিক্যাল অ্যাডভাইজার হাবিবুল বাশার এ খবর নিশ্চিত করেছেন।

৩৮ বছর বয়সী ওয়াটসন আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যোগ দেবেন রংপুরের সঙ্গে। তার আগেই বিপিএলে চট্টগ্রাম-পর্ব শেষ করবে রংপুর রেঞ্জার্স। অর্থাৎ চট্টগ্রামে দেখা যাচ্ছে না ওয়াটসনকে। আইপিএল ও বিশ্বের বড় বড় সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ওয়াটসন যোগ দেওয়ার পরদিন ঢাকায় বিপিএলের ফিরতি পর্বে মাঠে নামবে রংপুর। সেদিন তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। চট্টগ্রামে আর এক ম্যাচ খেলবে রংপুর। কাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে দলটি।

আবুধাবিতে টি-টেন লিগে ডেকান গ্লাডিয়েটর্সের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে আসছেন ওয়াটসন। ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি এ অস্ট্রেলিয়ান। টি-টেন লিগে শেষ চার ম্যাচের মধ্যে শুধু এক ম্যাচে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন ওয়াটসন। পরের তিন ম্যাচে সেভাবে রান পাননি।