‘বুড়ো’ আজহার আলীকে মানতে পারছেন না রমিজ
ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টটি ১ উইকেটে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে গত পরশু ৪ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছে বাবর আজমের দল। কিন্তু বৃষ্টির কারণে প্রথম দুই দিনের বেশির ভাগ সময় খেলা না হওয়া টেস্টের প্রথম দিনে পাকিস্তানের শুরুটা হয়েছিল খুব বাজে। ইনিংসের শুরুতে ৪ ওভারের মধ্যে মাত্র ২ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর তৃতীয় উইকেটে বাবর আজম ও ফাওয়াদ আলমের ১৫৮ রানের জুটিতে রক্ষা পায় সফরকারীরা।
দুই টেস্টে পাকিস্তানের ব্যাটিং হতাশ করেছে সাবেক অধিনায়ক রমিজ রাজাকে। সেটা করবে না-ইবা কেন, প্রথম টেস্টের দুই ইনিংসে পাকিস্তান রান করেছে ২১৭ ও ২০৩। দুই ইনিংসেই ব্যর্থ ছিল টপ অর্ডার। প্রথম ইনিংসে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যানের রান ছিল মাত্র ৩৭, দ্বিতীয় ইনিংসে তিনজনে মিলে করেছেন ৫৭ রান। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাঁরা করতে পেরেছেন মাত্র ২ রান!
রমিজ রাজা আসলে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটিংয়ের সমালোচনা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে সেই সমালোচনা করতে গিয়ে বিশেষ করে তিনি তির ছুড়েছেন আজহার আলীর দিকে। কিংস্টনে দ্বিতীয় টেস্টটি তাঁর ক্যারিয়ারে ৮৯তম। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে এখন পর্যন্ত খেলা ৩ ইনিংসে তাঁর রান মাত্র ৪০। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তো ৬ বল খেলে কোনো রানই করতে পারেননি।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিং দেখে রমিজ রাজা বলেছেন, ‘তারা ২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলল। আগের ম্যাচটি হেরেছে পাকিস্তান। এ কারণে এ ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো একটা শুরু প্রয়োজন ছিল। কিন্তু তারা সেটা দিতে পারেনি। আসলে পাকিস্তান টপ অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যায় আছে।’ এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজে কীভাবে রান পাওয়া সম্ভব সেই ব্যাখ্যা দিয়েছেন, ‘আসলে পাকিস্তানের টপ অর্ডার সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। জ্যামাইকার উইকেটে ব্যাটিং করা সহজ নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আগে পর্যন্ত আপনি এখানে রান করতে পারবেন না।’
টপ অর্ডারের ব্যর্থতার কথা বলতে গিয়েই রমিজ রাজা সমালোচনা করেছেন ৩৬ বছর বয়সী আজহারের। তিন নম্বরে ব্যাট করতে নামা আজহার কেন ব্যর্থ হয়েছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন রমিজ, ‘টপ অর্ডার টেকনিক্যালি খুব বাজে খেলেছে। আজহার আলী অনেক টেস্ট খেলেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এখনো সে ক্রিজে নিজের ভারসাম্য দেখাতে পারেনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর রিফ্লেক্সও অনেক শ্লথ হয়ে গেছে।’
দল ধুঁকছে, এই সময়ে সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছে দল নিশ্চয়ই বেশি কিছু আশা করবে। কিন্তু এমন সময়েই কি না ব্যর্থ আজহার। এটা ভালো লাগেনি রমিজের, ‘সর্বশেষ ইনিংসে তাকে কিছু করতে হতো। এমন সময়ে তার ভালো ব্যাটিং পাকিস্তানের খুব প্রয়োজন। কিন্তু সে পারেনি। ওপেনারদের বেলায়ও তাই। তারা ভালো শুরু দিতে না পারলে পাকিস্তান কখনোই বড় টেস্ট দল হতে পারবে না।’