বিশ্বকাপে ভালো খেলার পুরস্কার পেলেন সাকিব

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফর্মে আছেন সাকিবছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে ফিরেছেন সাকিব। আজ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরলেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার।

অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে এত দিন শীর্ষে ছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন তিনি। ফর্ম পড়ে যাওয়ায় ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে নিচে নেমেছেন নবী।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ১১ উইকেট এবং ১১৮ রান করে ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে নবীকে পেছনে ফেলে শীর্ষে ফিরলেন সাকিব। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নিয়েছেন এবং রানে তৃতীয়।

সাকিবের পাশাপাশি সুখবর পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ১৬১ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ লাফ দিয়ে র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন ম্যাক্সওয়েল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটল তাঁর।

নামিবিয়ার বোলার জেজে স্মিটের উন্নতিও অবিশ্বাস্য। ২৩ ধাপ লাফ দিয়ে ১৬১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছেন স্মিট। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৮৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। ৮২০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভালো বল করছেন মেহেদী হাসান
ছবি: আইসিসি টুইটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচে ফিফটি তুলে নেন তিনি। তিনে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (৭৪৩ রেটিং পয়েন্ট), চারে মোহাম্মদ রিজওয়ান (৭২৭ রেটিং পয়েন্ট) ও পাঁচে বিরাট কোহলি (৭২৫ রেটিং পয়েন্ট)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম দুই ম্যাচে ৪০ ও অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন মার্করাম। ভারতের বিপক্ষে অপরাজিত ৭৯ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রান করে তিন ধাপ উন্নতি ঘটেছে রিজওয়ানের।

এ সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন স্পিনার মেহেদী হাসান (৬২১ রেটিং পয়েন্ট)। ১১ ধাপ উন্নতি করে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন তিনি (নবম)। ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর এক ধাপ ওপরে সাকিব। ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে দশে মোস্তাফিজুর রহমান।