২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিশ্বকাপে ইনিংস উদ্বোধন করবেন না বিরাট কোহলি

কাল প্রস্তুতি ম্যাচে ইনিংসের শুরুতে নামেননি কোহলিছবি: এএফপি

অনেক দিন ধরেই টি-টোয়েন্টিতে ইনিংসের শুরুতে নামছেন বিরাট কোহলি। কিছুদিন আগে তো ঘোষণাই দিয়েছিলেন, আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ভারতের হয়ে ওপেন করবেন। দলের সেরা ব্যাটসম্যান হিসেবে এ সংস্করণে বেশি বল খেলানোর চেষ্টা থাকে সব দলের। সে যুক্তিতেই মূলত ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে তিন থেকে দুইয়ে নিয়ে এসেছেন কোহলি। এক প্রান্তে যেহেতু রোহিত শর্মা থাকছেনই, এর ফলে আরেক নিয়মিত ওপেনার রাহুলকে নেমে যেতে হয় তিন নম্বরে।

সদ্য সমাপ্ত আইপিএল কোহলির এই পরিকল্পনার একটি ভুল দেখিয়ে দিয়েছে। সর্বশেষ আইপিএলে ইনিংস উদ্বোধন করতে নেমে ভালো করেননি কোহলি। শেষ দশ ইনিংসে মাত্র দুটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল। তাঁর দলও এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে বিদায় নিয়েছে। আর পাওয়ার প্লের শেষে কোহলি ইনিংসের গতি বাড়াতে পারেননি দলের চাহিদামতো। বিশ্বকাপে তাই ইনিংস উদ্বোধন না করার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

কাল মিডল অর্ডারে ভালো করেছেন কিষান
ছবি: এএফপি

আইপিএলের দ্বিতীয় ভাগে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের লোকেশ রাহুল। তাঁর দল প্লে অফে যেতে না পারলেও দুর্দান্ত স্ট্রাইক রেটে শেষ দশ ইনিংসে চারটি অর্ধশতক করেছেন তিনি। এর মধ্যে এক ম্যাচে তো প্রায় সেঞ্চুরিই করে ফেলেছিলেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সে ম্যাচে তাঁর ৯৮ রান এসেছিল মাত্র ৪২ বলে।

স্বভাবতই কোহলির ইনিংসের শুরুতে নামা নিয়ে প্রশ্ন উঠছিল। কোহলিও জানিয়ে দিলেন বিশ্বকাপে ভারত দলের ব্যাটিং লাইনআপে তাঁর জায়গা কোথায়, ‘দেখুন, আইপিএলের আগের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন ছিল। কিন্তু এখন টপ অর্ডারে রাহুলকে ছাড়া আপনি অন্য কাউকে ভাবতেই পারবেন না। আর রোহিত শর্মার পজিশন নিয়ে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না, সে বিশ্বসেরা ব্যাটসম্যান। ওপেনিংয়ে তার জায়গা সব সময় নিশ্চিত।’

কাল ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত
ছবি: টুইটার

আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের (৬২৮) পাশাপাশি এবার সর্বোচ্চ ছক্কাও হাঁকিয়েছেন লোকেশ রাহুল (৩০টি)। ফলে, ভারতের ব্যাটিং লাইনআপ তাঁকে ওপেনিংয়ে রেখেই ঠিক করা হয়েছে বলে নিশ্চিত করেন বিরাট কোহলি। পাশাপাশি সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচের জন্য ব্যাটিং লাইনআপ যে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে, সেটা উঠে এল তাঁর কথায়, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা কীভাবে শুরু করব, এটা প্রায় ঠিক করে ফেলেছি।’

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডের করা ১৮৮ রানের জবাবে ১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল। বিশ্বকাপের আগের এই প্রস্তুতি নিয়ে কোহলির ভাবনাটা বোঝা গেছে তাঁর পরের কথায়, ‘আমরা এই ম্যাচগুলোয় সব খেলোয়াড়কেই পর্যাপ্ত সুযোগ দিতে চাই। একটা দল হিসেবে সবাইকে চাঙা করে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। কয়েক দিন আগেই আমরা আইপিএলে ভিন্ন ভিন্ন দলে খেলেছি। ফলে, নিজেদের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচগুলোকে কাজে লাগাতে হবে।’

আইপিএল ভারতের ক্রিকেটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও জাতীয় দলের গুরুত্বই যে সর্বাধিক, সেটা উল্লেখ করতেও ভুললেন না অধিনায়ক, ‘আমরা দল হিসেবে আগেও অনেক সাফল্য পেয়েছি। আমরা মাঠে আবারও সেই একই কাজ করতে চাই। আর আমি মনে করি পুরো দলকে একত্র করার সবচেয়ে ভালো উপায় হলো ফিল্ডিং, এই সময় পুরো দল একসঙ্গে মাঠে থাকে। হ্যাঁ, আইপিএল আমাদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতার মানসিকতা তৈরি করেছে, কিন্তু ভারতের হয়ে ক্রিকেট খেলা এর থেকে সম্পূর্ণ ভিন্ন। দেশের হয়ে খেলা অন্য সবকিছুর থেকে গুরুত্বপূর্ণ। এটা সব সময় মনে রাখতে হবে। দলের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন মূল কথা। আইপিএলে নিজের দলে একেকজনের ভূমিকা জাতীয় দলের থেকে ভিন্ন থাকে। ফলে, এখন দ্রুতই জাতীয় দলের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে।’

২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচ খেলবে ভারত।