বিপিএলে লেগ স্পিনার খেলানোর অবস্থা কী
>বঙ্গবন্ধু বিপিএলে অন্যতম আলোচিত একটি বিষয় লেগ স্পিনার। প্রতিটি দলে লেগ স্পিনার খেলাতে হবে, এমন একটা নিয়মই করে দেওয়া হয়েছিল। কিন্তু কতটুকু সুযোগ পেয়েছেন লেগ স্পিনাররা
বঙ্গবন্ধু বিপিএলে যে দুটি নিয়ম করার কথা বলেছিল বিসিবি, তার একটি ছিল প্রতিটি দলে লেগ স্পিনার খেলানোর ব্যাপারটি। ৪ ওভার বাধ্যতামূলকভাবে বোলিং করানোর কথাও বলা হয়েছিল। বিসিবি এটাকে বলেছিল দলগুলোর জন্য ‘গাইডলাইন’। কিন্তু সে গাইড লাইন কি মানা হচ্ছে?
জাতীয় দলে খেলছেন বা যারা পাইপ লাইনে আছেন, এমন লেগস্পিনারের সংখ্যা হাতে গোনা— আমিনুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও ও রিশাদ হোসেন। এই তিনজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেনও। এদের মধ্যে খুলনা নিজেদের প্রথম ম্যাচে তাদের লেগ স্পিনার আমিনুল ইসলামকে ৪ ওভার বোলিং করিয়েছে। ৪ ওভারে ২৫ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। রাজশাহী অবশ্য এক সঙ্গে দুজন লেগ স্পিনার নিয়ে খেলছে। তরুণ মিনহাজুল আবেদীন আফ্রিদি এখন পর্যন্ত বল করার সুযোগ পেয়েছেন মাত্র ১ ওভার। ১২ রানের খরচায় তিনি কোনো উইকেট পাননি। মিনহাজুলের চেয়ে রাজশাহী বেশি আস্থা রেখেছে অভিজ্ঞ অলোক কাপালির ওপর। গতকাল অলোক আস্থার প্রতিদান দিয়েছেনও। সিলেটের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন, ১৭ রানে পেয়েছেন ৩ উইকেট।
রিশাদ হোসেনকে ২ ওভারের বেশি বল করানোর সুযোগ পাননি রংপুর রেঞ্জার্সের অধিনায়ক। কোনো উইকেট না পেয়ে ১৪.৫০ ইকোনমিতে রান দিয়েছেন ২৯। টিম ম্যানেজমেন্ট যে খুব একটা আস্থা রাখতে পারছে না, সেটি পরিসংখ্যানই বলে দিচ্ছে। এমন অবস্থায় বিসিবির গাইডলাইনের কি হবে?
বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানের বক্তব্য, ‘এখানে আমাদের স্থানীয় লেগ স্পিনার আছেন তিনজন, যাদের ব্যাপারে আমরা একটু বেশি আগ্রহী। আমাদের তো খুব বেশি লেগ স্পিনার নেই। অলোক কাপালি তো এখন আমাদের নিয়মিত খেলোয়াড় না। ওকে যদি বাদ দিই তাহলে আমাদের আছে বিপ্লব (আমিনুল ইসলাম), আছে রিশাদ, আর হলো আফ্রিদি। এই তিনজনের মধ্যে বিপ্লব ভালো করেছে, আফ্রিদিও খেলেছে, রিশাদ আজ খেলেছে। ভালো করছে কি করছে না, সেটা তো আসলে বলা মুশকিল। কে ভালো করবে সেটা তো আর বলা যায় না। প্রথম ম্যাচে রিশাদ ছিল না। কারণ শেষ মুহূর্তে যখন ওই (রংপুর রেঞ্জার্স) দলে ইনসেপ্টা এসেছে, ওদের সঙ্গে ওভাবে কথা বলা হয়নি যে আমাদের একটা নিয়ম আছে। ওরা ভেবেছিল হয়তো এটা বাধ্যতামূলক না। আজকে নামিয়েছে তারা, আশা করছি এখন থেকে খেলবে।’