২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাবর–ফাওয়াদে পাকিস্তানের ‘ক্ষতমোচন’

বাবর আজম ও ফাওয়াদ আলম, ভীষণ চাপের মুখে গড়েছেন ১৫৮ রানের জুটিছবি: এএফপি

কিংস্টনের স্যাবাইনা পার্কে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে নাটকীয়ভাবে ১ উইকেটে হেরেছে পাকিস্তান। সেই স্যাবাইনা পার্কেই কাল দ্বিতীয় টেস্টের প্রথম চার ওভারের মধ্যে ম্যাচের গতিপথ প্রায় ঠিক করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের রানের চেয়ে উইকেটসংখ্যা বেশি—৩.৫ ওভারের মধ্যে ২ রানে নেই ৩ উইকেট! তবে বাবর-ফাওয়াদের দৃঢ়তায় সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান, প্রথম দিনটা কাল শেষ করেছে ৪ উইকেটে ২১২ রান তুলে।

বাবরের ব্যাটের কানায় বল লেগে চলে যাচ্ছে হোল্ডারের দিকে, এই বলেই ক্যাচ আউট হন বাবর
ছবি: এএফপি

পাকিস্তান–সমর্থকেরা এখন ভাবতে পারেন, ভাগ্যিস, ফাওয়াদ আলম ও বাবর আজমের ব্যাট চওড়া হয়ে উঠেছিল! চতুর্থ উইকেটে ২৯৮ বলে দুজনের ১৫৮ রানের জুটিতে বিপদ কাটিয়ে ওঠে পাকিস্তান।

প্রায় পাঁচ ঘণ্টা উইকেটে থেকে বাবর ১৭৪ বলে ৭৫ রান করে আউট হলেও ফাওয়াদকে আউট করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য প্রথম দিনের খেলা শেষে ফাওয়াদ অপরাজিতও থাকতে পারেননি। তবে ‘পরাজয়’টা ওয়েস্ট ইন্ডিজের কোনো বোলারের বলে নয়!

ক্র্যাম্পের শিকার ফাওয়াদ আলম
ছবি: এএফপি

চা–বিরতির পরপরই পায়ে ‘ক্র্যাম্প’–এর শিকার হয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন ফাওয়াদ। ১৪৯ বলে ৭৬ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে ৮৩ বলে ৪৪ রানের জুটিতে অবিচ্ছিন্ন থাকা মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ দিনের খেলা শেষ করেন।

দিনের খেলার শুরুতে কেমার রোচের সামনে দাঁড়াতে পারেননি পাকিস্তানের দুই টপ অর্ডার আবিদ আলী ও আজহার আলী। প্রথম ওভারে আবিদকে (১) তুলে নেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারেও আজহারকে আউট করেন রোচ।

চতুর্থ ওভারে ইমরান বাটকেও তুলে নিয়ে পাকিস্তানের বিপদ বাড়ান আরেক পেসার জেইডেন সিলস।

কেমার রোচ শুরুতেই দুই উইকেট নিয়ে পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছিলেন, পরে দ্বিতীয় স্পেলে এসে ফিরিয়েছেন বাবরকেও
ছবি: এএফপি

বাবর-ফাওয়াদের জুটি ভাঙতে শেষ সেশনে রোচকে বোলিংয়ে ফিরিয়ে আনেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেট। বাবরকে জেসন হোল্ডারের ক্যাচে পরিণত করে অধিনায়কের আস্থার দারুণ প্রতিদান দেন রোচ।

ফাওয়াদ তাঁর স্বভাবসুলভ দৃঢ়তা নিয়ে ব্যাট করলেও জ্যামাইকার ৩৪ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারেননি। মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। চ্যালেঞ্জিং এই কন্ডিশনে পরীক্ষা দিতে হয়েছে স্বাগতিকদেরও। উইকেটকিপার জশুয়া দা সিলভা চা–বিরতির কিছু আগে চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। জাহমার হ্যামিল্টনকে বদলি নামায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৪৯ রানে ৩ উইকেট নেন রোচ। ২৫ রানে ১ উইকেট সিলসের।