অ্যাডিলেডের দিনরাতের টেস্ট নিজেদের ক্রিকেট ইতিহাস থেকে মুছে দিতে পারলেই যেন বাঁচে ভারতীয় দল। প্রথম ইনিংসে লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়ে আড়াই দিনে টেস্টটি হেরেছে বিরাট কোহলির দল। ওই বিপর্যয়ের পর মেলবোর্নে কাল থেকে শুরু হওয়া ‘বক্সিং ডে’ টেস্টে যে একাদশে বড় রদবদল আসবে সেটি অনুমিতই ছিল। কিন্তু দলে পরিবর্তন আনতে গিয়ে দলের একমাত্র বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে বাদ দিয়ে দিয়েছেন রবি শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট।
অ্যাডিলেডে ব্যর্থ প্রায় গোটা দলই। প্রথম ইনিংসে কেবল বিরাট কোহলি আর অজিঙ্কা রাহানেই ব্যাট হাতে যা কিছু করেছেন। বোলাররা দারুণ বোলিং করে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে গুবলেট পাকিয়ে ফেলেছেন সব ব্যাটসম্যানরাই। এখন ঋদ্ধিমান সাহাকে কেন বাদ দেওয়া হচ্ছে, সেটি ঠিক বোঝা যাচ্ছে না। তিনি অ্যাডিলেডে দুটি রান আউটের অংশ ছিলেন। কিন্তু কোনো ক্যাচ ফেলার প্রশ্নই ওঠে না, তাঁর দিকে ক্যাচ যায়ই-নি। একজন স্পেশালিস্ট উইকেটকিপার বাদ পড়ছেন তাঁর ব্যাটিংয়ের ব্যর্থতার কারণে। এটি নিয়েই প্রশ্ন উঠেছে ভারতীয় গণমাধ্যমে। ঋদ্ধির জায়গায় দলে ঢুকছেন ভারতীয় নির্বাচকদের পছন্দের ঋষভ পন্ত। ব্যাটিং অ্যাডিলেডে দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ পৃথ্বী শ’ও বাদ পড়ায় সঙ্গী হচ্ছেন ঋদ্ধিমানের।
পৃথ্বীকে নিয়ে অবশ্য সমালোচনা ছিল। যে খেলোয়াড়টিকে কোচ রবি শাস্ত্রী শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের মিশেল হিসেবে বর্ণনা করেছিলেন, অস্ট্রেলীয় বোলারদের সামনে তাঁর দুর্বলতাই প্রকট হয়ে ধরা পড়েছে। তিনি বাদ পড়ায় মেলবোর্নে অভিষেক হচ্ছে শুভমান গিলের। তবে মেলবোর্নেও জায়গা হচ্ছে না লোকেশ রাহুলের। প্রথমে শোনা গিয়েছিল বিরাট কোহলির অনুপস্থিতিজনিত কারণে তিনি দলে ঢুকবেন, কিন্তু শেষ পর্যন্ত রাহুলের জায়গায় একজন স্পিনার খেলানোরই সিদ্ধান্ত হয়েছে। দলে ঢুকছেন রবীন্দ্র জাদেজা। থাকছেন রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে যথারীতি থাকবেন চেতেশ্বর পূজারা।
বোলিংয়ে বাধ্য হয়েই বদল আনতে হচ্ছে ভারতকে। অ্যাডিলেডেই চোট পেয়েছিলেন সফল ফাস্ট বোলার মোহাম্মদ শামি। তিনি বাকি সিরিজটাই মিস করতে যাচ্ছেন। তাঁর জায়গায় অভিষেক হচ্ছে মোহাম্মদ সিরাজের। অস্ট্রেলিয়াতে এসেই বাবা হারানো সিরাজকে বেছে নেওয়া হচ্ছে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের কারণে। সিরাজকে জায়গা দিতে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে নবদ্বীপ সাইনিকে।
মেলবোর্নে ভারতীয় দল: মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।