বাংলাদেশে তরুণ প্রতিভা উঠে আসছে না, শঙ্কা ইনজামামের

বাংলাদেশের ক্রিকেটে তরুণ প্রতিভা উঠে আসছে না বলে মনে করেন ইনজামাম–উল–হকফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে তবে কি প্রতিভাবানরা উঠে আসছে না?

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের শঙ্কা এটিই। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে হতাশ এই কিংবদন্তি ক্রিকেটার। তিনি মনে করেন, নতুনদের মধ্যে এমন কেউ নেই, যিনি নজর কাড়তে পারেন।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০-তে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ফর্ম আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দুর্দান্ত পারফরম্যান্সের বিচারে এমন ফল অনুমিতই ছিল বলে অনেকে মনে করেন। কিন্তু ইনজামাম বাংলাদেশ দলের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন, ‘আমি বাংলাদেশের কাছ থেকে আরও লড়াই প্রত্যাশা করেছিলাম। পাকিস্তান শক্তিশালী দল, সন্দেহ নেই। তাই বলে নিজেদের মাঠ, চেনা কন্ডিশনে আরও ভালো করা উচিত ছিল বাংলাদেশ দলের।’

বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা মুগ্ধ করতে পারছেন না, বললেন ইনজামাম
ছবি: শামসুল হক

বাংলাদেশে তরুণ প্রতিভা উঠে আসার পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে শঙ্কা তাঁর, ‘বাংলাদেশ দলে পাকিস্তানের বিপক্ষে ২-৩ জন অভিজ্ঞ তারকা খেলোয়াড় খেলেননি। কিন্তু তরুণেরা কেউই ভালো করেননি। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন কেউ নেই, যিনি নজর কাড়তে পারেন, মুগ্ধ করতে পারেন। আমি লক্ষ করছি, বাংলাদেশের নতুন প্রতিভা আসা বন্ধ হয়ে যাচ্ছে।’

কেন বাংলাদেশ ভালো করছে না, তা নিয়ে বিশেষ কোনো ব্যাখ্যায় যাননি পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তিনি এ ব্যাপারে মনে করেন, দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই, ‘বাংলাদেশ ক্রিকেট কীভাবে চলবে, সেটি পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক করবে। আমি মনে করি, দেশের ক্রিকেট কীভাবে চলবে, কেমন উইকেটে ফাস্ট বোলারদের ব্যবহার করতে হবে, সে ব্যাপারে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে।’

সাম্প্রতিককালে বিদেশের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স ইনজামামের কাছে ১৫ বছর আগের বাংলাদেশের মতো মনে হয়, ‘আমি ভেবেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের বাজে পারফরম্যান্স থেকে কিছু শিখবে বাংলাদেশ। সেটি অবশ্যই ঘরের মাঠে ভালো উইকেট তৈরি করে আর ভালো ক্রিকেট খেলার মাধ্যমে। তারা এত বছর ধরে খেলছে, কিন্তু বিদেশের মাটিতে পারফরম্যান্স এখনো ১৫-২০ বছর আগের মতোই।’