বাংলাদেশের খুদে লেগ স্পিনারে মুগ্ধ টেন্ডুলকার

শচীন টেন্ডুলকারফাইল ছবি

বড় বড় বাঁক, আছে গুগলিও। ব্যাটসম্যানরা ধন্দে পড়ে যাচ্ছেন রীতিমতো। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে সরব উপস্থিতি বরিশালের ছয় বছর বয়সী লেগ স্পিনার আসাদুজ্জামানের। এবার আসাদুজ্জামান পৌঁছে গেল শচীন টেন্ডুলকার পর্যন্ত। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইল থেকে বাংলাদেশের খুদে লেগ স্পিনারের ভিডিও পোস্ট করেছেন ক্রিকেট কিংবদন্তি।

টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অসাধারণ! এক বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেলাম। দুর্দান্ত! এ খেলার প্রতি ছেলেটার ভালোবাসা স্পষ্টই!’ শচীনের ক্যাপশন দেখে বোঝা যায়, আদতে ছেলেটা কোন দেশের সেটা তিনি জানেন না। ইনস্টাগ্রামের সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইল থেকেও ভিডিওটা শেয়ার করেছেন শচীন।

শচীনের পোস্টের নিচে মন্তব্য করেছেন সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশীদ খানও। আফগানিস্তানের তারকা বোলার আগুনের ইমোজি দিয়ে প্রশংসা করেছেন আসাদুজ্জামানের দক্ষতার।

নিজের অর্জনের সঙ্গে খুদে লেগ স্পিনার
ছবি: সংগৃহীত

আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস লিখেছে, ‘এ ছেলের বাঁক দেখে তো আমাদেরই মাথা ঘোরাচ্ছে!’ ভিডিওতে দেখা যায়, বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বোলিং করছে আসাদুজ্জামান।

আসাদুজ্জামানের বোলিং এর আগেই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীসও তার বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ফেসবুকে।