বাংলাদেশকে আজ সুপার টুয়েলভে যেতে কী করতে হবে

আজ কিছু সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকেফাইল ছবি

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের মহাগুরুত্বপূর্ণ এক দিন। ২০১৪ বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপ পর্বের শেষ দিনে এসেও চারটি দলেরই সম্ভাবনা আছে পরের পর্বে যাওয়ার। গ্রুপ ‘বি’–তে বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি আজ মাঠে নামবে নিজেদের লক্ষ্যপূরণের উদ্দেশ্যে।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পর বাংলাদেশকে এখন সুপার টুয়েলভে যাওয়ার জন্য সমীকরণের হিসাবে যেতে হচ্ছে। দেখে নেওয়া যাক, সমীকরণটা কী

প্রথমেই দেখে নেওয়া যাক, আইসিসির হিসাব অনুযায়ী কোন দলের কী অবস্থা।

বিশ্বকাপের প্রথম দিনেই বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটিয়েছে স্কটল্যান্ড
ছবি : এএফপি

স্কটল্যান্ড
অবস্থান:
প্রথম, নেট রানরেট: ০.৫৭৫
প্রতিপক্ষ: ওমান

কী করতে হবে
ওমানকে হারালে গ্রুপের শীর্ষ দল হয়ে সুপার টুয়েলভের গ্রুপ ২-এ চলে যাবে দলটি। আর হারলেই পড়ে যাবে বিপদে। তখন তাদের আশা করতে হবে, বাংলাদেশ যেন নিজেদের ম্যাচে হেরে যায়। কারণ, বাংলাদেশ পাপুয়া নিউগিনিকে বড় ব্যবধানে হারালেই নেট রানরেটে তিনে চলে যাবে দলটি। ৪ পয়েন্ট নিয়ে তখন তারা বাদ পড়বে। এ দিকে সমান পয়েন্ট নিয়েই সুপার টুয়েলভে উঠে যাবে বাংলাদেশ ও ওমান।

ওমান দল
ফাইল ছবি: এএফপি

ওমান
অবস্থান: দ্বিতীয়, নেট রানরেট: ০.৬১৩
প্রতিপক্ষ: স্কটল্যান্ড

কী করতে হবে
প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দেওয়ার সুবিধা পাচ্ছে ওমান। আজ স্কটল্যান্ডকে হারালেই চলবে তাদের। নেট রানরেটের দিকে তাদের আর তাকাতে হবে না। কিন্তু হারলেই জটিল একটা সমীকরণের সামনে পড়ে যাবে। তখন তারা বাংলাদেশের হার কামনা করবে, সেটাও তাদের চেয়ে বড় ব্যবধানের হার। তবে ব্যবধানটি যেন এত বড় না হয় যে পাপুয়া নিউগিনি আবার তাদের টপকে যায়, সে আশাও করতে হবে তাদের।

প্রথম পর্বে আটটি দলের মধ্যে পাপুয়া নিউগিনি সবচেয়ে দুর্বল
ফাইল ছবি: এএফপি

পাপুয়া নিউগিনি
অবস্থান: চতুর্থ, নেট রানরেট: ১.৮৬৭
প্রতিপক্ষ: বাংলাদেশ

কী করতে হবে
প্রথমেই দিনের প্রথম ম্যাচে তাদের জিততে হবে এবং পরের ম্যাচেই স্কটল্যান্ডের জয় কামনা করতে হবে। আর দুটি ম্যাচেই জয়ের ব্যবধান যত বড় হবে, ততই ভালো পাপুয়া নিউগিনির জন্য। একটি উদাহরণ দেওয়া যাক। আজ পাপুয়া নিউগিনি ২০০ রান করে বাংলাদেশকে ৭০ রানে হারিয়ে দিল। এতেও কিন্তু নিজেদের উদ্দেশ্য পূরণ হবে না দলটির। সে ক্ষেত্রে আবার এটাও আশা করতে হবে, স্কটল্যান্ড যদি ১৭০ রান করে, তবে ওমান যেন কোনোভাবে ১৫০ পেরোতে না পারে।

ওমান যত বড় ব্যবধানে হারবে, নিউগিনির নিজেদের জয়ের ব্যবধান তত কমে এলেও সমস্যা হবে না। অর্থাৎ আজ অলৌকিকের আশায় থাকতে হবে প্রথমবার খেলতে যাওয়া দলটিকে।

বাংলাদেশ দল
ছবি: এএফপি

বাংলাদেশ
অবস্থান: তৃতীয়, নেট রানরেট: ০.৫০০
প্রতিপক্ষ: পাপুয়া নিউগিনি

কী করতে হবে
নিজেদের ম্যাচে জিতলেই ভালো এবং সেটা বড় ব্যবধানে হলে আর অন্যদের ম্যাচে নজর দিতে হবে না। কিন্তু হেরে গেলে, তখন স্কটল্যান্ডের জয়ের আশা করতে হবে এবং নেট রানরেটে ওমান ও পাপুয়া নিউগিনির ওপরে থাকার আশা করতে হবে। অর্থাৎ বাংলাদেশের ভাগ্যটা এখন আর বাংলাদেশের হাতে নেই।

আইসিসি এটুকু তথ্যই জানিয়েছে বাংলাদেশের সমীকরণ নিয়ে। কিন্তু বাংলাদেশের আজ কী করতে হবে, সেটা হিসাব করলে বলা যায়, বাংলাদেশের ভাগ্যটা এখনো বাংলাদেশের হাতেই।

আজ বেশি রান তুললেই নিরাপদ বাংলাদেশ
ছবি: এএফপি

গ্রুপের প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ রানরেটে তিনে আছে। দুইয়ে আছে স্কটল্যান্ড। দুই দলই পূর্ণ ৪০ ওভার খেলেছে। এ দিক থেকে দুই দলকে আলাদা করার উপায় নেই। স্কটল্যান্ড দুই ম্যাচে রান নিয়েছে ৩০৫টি আর দিয়েছে ২৮২। অর্থাৎ তাদের নেট রান +২৩। ওদিকে বাংলাদেশ ২৮৭ রান নিয়েছে, দিয়েছে ২৬৭ রান। ফলে এদিক থেকে বাংলাদেশের অবস্থান +২০।

এখন স্কটল্যান্ড যদি ন্যূনতম ব্যবধান, অর্থাৎ ১ রানেও হারে, তখন তাদের নেট রান হবে +২২। ওদিকে বাংলাদেশ যদি ৩ রানেও জয় পায়, তবে বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়ে যাবে +২৩। যেহেতু স্কটল্যান্ড হারছে ধরে নেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে রানের ব্যবধানে বিজয়ী দেখানো হচ্ছে, সে ক্ষেত্রে দুই দলের রান রেটের ক্ষেত্রে পূর্ণ ২০ ওভারই হিসাবে ব্যবহৃত হবে। ফলে নেট রানরেটের হিসাবে বাংলাদেশই এগিয়ে থাকবে।

ব্যাটসম্যানদেরই আজ এগিয়ে আসতে হবে
ফাইল ছবি

অর্থাৎ বাংলাদেশ আজ ৩ রানে জিতলেই আর অন্য ম্যাচে কী ঘটছে, সেদিকে না তাকালে চলবে। স্কটল্যান্ড জিতলে দ্বিতীয় দল হিসেবে যাবে। আর ওমান জিতলেও রানরেটের হিসাব যা–ই হোক না কেন, বাংলাদেশ সুপার টুয়েলভ খেলবে।

কিন্তু বাংলাদেশ জিতল, কিন্তু সেটা ৩ রানের কম ব্যবধানে? তখন অবশ্যই স্কটল্যান্ডের অন্তত ৩ রানের ব্যবধানে হারের আশা করতে হবে, যাতে নেট রানরেটে বাংলাদেশ এগিয়ে থাকে।

প্রতিপক্ষকে কম রানে গুটিয়ে ফেলতে পারলেও এগিয়ে যাবে বাংলাদেশ
ফাইল ছবি: এএফপি

বাংলাদেশ যদি প্রথমে বোলিং করে

সে ক্ষেত্রেও খুবই সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। আজ পাপুয়া নিউগিনি যত রানই করুক না কেন, অন্তত শেষ বল পর্যন্ত ম্যাচ না গেলেই নিশ্চিন্ত বাংলাদেশ। অর্থাৎ অন্তত ১ বল হাতে রেখে জিততে হবে বাংলাদেশকে।

কীভাবে? আগেই বলা আছে স্কটল্যান্ডের নেট রান +২৩, আর বাংলাদেশের নেট রান +২০। এখন স্কটল্যান্ড যদি মাত্র ১ রানেও হারে তাদের নেট রান হবে +২২, আর বাংলাদেশ জতলে অন্তত ১ রান বেশি তো করবেই, সেক্ষেত্রে বাংলাদেশের হবে +২১। কিন্তু ওদিকে আবার আবার বাংলাদেশ ১ বল কম খেলা মানে এই নেট রানকে ভাগ দেওয়ার ক্ষেত্রে ১ বল কম হবে। আর এদিক থেকেই এগিয়ে যাবে বাংলাদেশ।

বাংলাদেশ যদি হেরে বসে

এ ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো হিসাব বলা কঠিন। স্কটল্যান্ডকে অবশ্যই জিততে হবে এটুকু তো জানা কথা। তবে সে ক্ষেত্রে বাংলাদেশ যে ব্যবধানে হারবে, ওমান যেন স্কটল্যান্ডের কাছে অন্তত ১০ রানের বেশি ব্যবধানে হারে, সে আশা করতে হবে।