বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে অভ্যস্ত নয়

স্লেজিং নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য মুমিনুল ও এলগারেরফাইল ছবি

ডারবান টেস্টের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাঠের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুমিনুল হক। স্লেজিংয়ের নামে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা গালাগালি করেছেন, সংবাদমাধ্যমে এমন অভিযোগ করেছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। কাল শুরু হতে যাওয়া পোর্ট এলিজাবেথ টেস্টের আগেও ঘুরেফিরে এল ডারবান টেস্টের সেই আলোচনা।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার অবশ্য বাংলাদেশের অভিযোগকে ভিত্তিহীন বলছেন। উল্টো দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের স্লেজিংয়ের জবাবেই নাকি স্লেজিং করেছিল। আজ টেস্টের আগের দিন অনলাইন সংবাদ সম্মেলনে এলগারকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে ওরা যা বলেছে…। দেখুন, আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলি। যদি কিছু হয়েও থাকে, সেটি আমরা ওদের ফিরিয়ে দিচ্ছিলাম। কারণ, আমরা যখন ব্যাটিং করছিলাম, তখন আমরাও স্লেজিংয়ের শিকার হয়েছি।’

ডারবানে দুই দলের মধ্যে হয়েছে কথার লড়াই
এএফপি

তবে দুই পক্ষের কথার যুদ্ধে কেউ সীমা লঙ্ঘন করেনি। এলগারের কথায়, ‘আমরা খারাপ ভাষায় কথা বলিনি। খেলোয়াড়দের প্রতি আমার গৌরব ধরে রাখার বার্তা ছিল। আমাদের সম্মানহানি হোক এমন কিছু করতে চাইনি। আমি খুব বাজে কোনো স্লেজিং হতে দেখিনি। ওদের পক্ষ থেকেও দেখিনি। আমি মনে করি এটাই টেস্ট ক্রিকেট।’

শুধু কি তাই! বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার অভ্যস্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন এলগার। বাংলাদেশকে আরও কঠোর হওয়ার পরামর্শ নিয়ে তিনি বলেছেন, ‘এটাই টেস্ট ক্রিকেট। খেলাটাই হয় পুরুষ আবহে। আমি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটই খেলতে চাইব। এর মানে এই নয় যে আমরা গালিগালাজ করব, বাজে ভাষায় কথা বলব। কারণ, আমরা তাদের সম্মান করি। আমরা শুধু ফিরিয়ে দিচ্ছিলাম, কারণ আমাদেরও স্লেজিং করা হয়েছে। আমার মনে হয়, এই পর্যায়ে খেলার জন্য অভ্যস্ত হতে ওদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে।’

এলগারের এই প্রতি-আক্রমণ প্রসঙ্গে মুমিনুলকেও প্রশ্ন করা হয়। মুমিনুল অবশ্য নতুন করে বিতর্কে ঘি ঢালতে চাননি। উল্টো তিনি সুর বদলে ফেলে অবলীলায় দাবি করলেন, ‘আমি স্লেজিং নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ, ক্রিকেটে স্লেজিং হবেই। এটা মেনে নিতেই হবে। এটাকে সহজভাবে নিতে হবে। আমি এ ব্যাপারে কোনো অভিযোগ করিনি। আপনি হয়তো ভুল শুনেছেন।’

বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার অভ্যস্ততা নিয়ে প্রশ্ন তুললেন এলগার
ছবি : এএফপি

ডারবান টেস্ট হেরে যাওয়ার পর মুমিনুল সরাসরি স্লেজিং নিয়ে অভিযোগ না তুললেও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের বিপক্ষে ‘গালিগালাজ’ করার অভিযোগ তুলেছিলেন। তিনি তখন বলেছিলেন, ‘ক্রিকেট মাঠে স্লেজিং সব সময় হয়। স্লেজিং হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্লেজিং যখন গালাগালির পর্যায়ে চলে যায়, এটা খুব খারাপ। আমার মনে হয়েছে, মাঝেমধ্যে ওরা গালাগালি করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ার ওইভাবে খেয়াল করেননি।’