বাংলাদেশ-জিম্বাবুয়ে তৃতীয় ম্যাচের স্কোরকার্ড দেখুন এখানে

ইমরুল-সৌম্যর ব্যাটে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। ছবি: প্রথম আলো
ইমরুল-সৌম্যর ব্যাটে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। ছবি: প্রথম আলো

জিম্বাবুয়ে স্কোর:

টস: বাংলাদেশ

জিম্বাবুয়ে

রান

বল

মাসাকাদজা ব আবু হায়দার

১০

ঝুয়াও ব সাইফউদ্দিন

টেলর ক মুশফিক ব নাজমুল

৭৫

৭২

উইলিয়ামস অপরাজিত

১২৯

১৪৩

১০

রাজা ক সৌম্য ব নাজমুল

৪০

৫১

মুর রান আউট (আরিফুল)

২৮

২১

চিগুম্বুরা অপরাজিত

অতিরিক্ত (বা ৪, লেবা ৫, ও ১, নো ১)           

১১

মোট (৫০ ওভারে, ৫ উইকেটে)           

২৮৬

উইকেট পতন: ১–৬ (ঝুয়াও, ১.৩), ২–৬ (মাসাকাদজা, ২.৪), ৩–১৩৮ (টেলর, ২৬.৪), ৪–২২২ (রাজা, ৪২.১), ৫–২৮৪ (মুর, ৪৯.২)। 

বোলিং: মাশরাফি ৮–০–৫৬–০ (নো,১), আবু হায়দার ৯–১–৩৯–১, সাইফউদ্দিন ১০–২–৫১–১, আরিফুল ৩–০–১৭–০, নাজমুল ৮–০–৫৮–২ (ও,১), মাহমুদউল্লাহ ১০–০–৪০–০, সৌম্য ২–০–১৬–০।


বাংলাদেশ স্কোর:

বাংলাদেশ (লক্ষ্য ২৮৭)

লিটন এলবি ব জারভিস

ইমরুল ক চিগুম্বুরা ব ওয়েলিংটন

১১৫

১১২

১০

সৌম্য ক তিরিপানো ব মাসাকাদজা

১১৭

৯২

মুশফিকুর অপরাজিত

২৮

৩৯

মিঠুন অপরাজিত

১১

অতিরিক্ত (নো ২, ও ১৯)

২১

মোট (৪২.১ ওভারে, ৩ উইকেটে )

২৮৮

উইকেট পতন: ১-০ (লিটন,০.১), ২-২২০ (সৌম্য, ২৯.৬), ৩–২৭৪ (ইমরুল, ৩৯.৩)

বোলিং: জার্ভিস ৬-০-৪৭-১, এনগারাভা ৫-০-৪৪-০, তিরিপানো ৪-০-৩৩-০, ওয়েলিংটন মাসাকাদজা ১০-০-৭১-১, উইলিয়ামস ৬.১-০-৪৩-০, রাজা ১০-০-৪৭-০, হ্যামিল্টন মাসাকাদজা ১–০–৩–১।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।

ম্যান অব দ্য সিরিজ: ইমরুল কায়েস

সিরিজ: তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতল।