ফের আমিনুলের হাতে চোট

ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচেই হাতে চোট পেলেন আমিনুল ইসলাম। ছবি: শামসুল হক
ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচেই হাতে চোট পেলেন আমিনুল ইসলাম। ছবি: শামসুল হক
>আবারও চোটে পড়েছেন তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম

চোট যেন পিছু ছাড়ছে না তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলামের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়েছিলেন। এরপর জাতীয় লিগ দিয়ে ক্রিকেটে ফিরেছেন, খেলেছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু আজ বিকেএসপিতে হংকংয়ের বিপক্ষে ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে হাতে চোট পেয়েছেন আমিনুল। নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতে আঘাত পান তিনি।

মাত্র ৩ ওভার বল করে মাঠ ত্যাগ করেন। ৩ ওভারে ৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। তবে বোলিংয়ে আমিনুলের শূন্যতা বোঝা যায়নি। হংকং ব্যাটসম্যানদের থামাতে খুব বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশকে।

টসে জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। জাতীয় লিগে দারুণ ফর্মে থাকা সুমন খান ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ের সামনে খেই হারায় হংকং টপ অর্ডার। বাকি কাজটা করেছেন অফ স্পিনার মেহেদি হাসান ও আফিফ হোসেন। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৬৪ রানে থামে হংকংয়ের ইনিংস। সুমন খান ১০ ওভারে ৩৩ রানে নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। নতুন বলে সুমনের সঙ্গী মাহমুদ ১০ ওভারে মাত্র ১৬ রানে ১ উইকেট নেন। মেহেদি ২টি ও আফিফ নিয়েছেন ১টি উইকেট।