ফিক্সার বাটের কাছ থেকে লেকচার শুনতে চান না সরফরাজ

পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদছবি: এএফপি

দুজনই পাকিস্তানের সাবেক অধিনায়ক। দুটি ভিন্ন কারণে নেতিবাচক আলোচনায় দুজনের নিয়মিত উপস্থিতি। ফিক্সিংয়ের সাজা ভোগ করে ফিরলেও সালমান বাট এখনো ‘নিষ্কণ্টক’ হতে পারেননি সাধারণের মনে। আর সরফরাজ আহমেদ নেতিবাচক আলোচনায় থাকেন তাঁর শরীরের গড়ন আর মাঠে নানা হাস্যকর কীর্তির কারণে।

এ দুজনের মধ্যেই এবার লেগে গেছে। পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে সরফরাজের পারফরম্যান্সের ‘উন্নতিকল্পে করণীয়’ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে কথা বলেছিলেন বাট। কিন্তু সেটি খুব গায়ে লেগেছে সরফরাজের। টুইটে লিখলেন, ফিক্সারের কাছ থেকে লেকচার শোনায় তাঁর আগ্রহ নেই!

সরফরাজ অবশ্য কারও নাম উল্লেখ করেননি। টুইটারে শুধু লিখেছেন, ‘পাকিস্তানের হয়ে খেলার সময়ে যে খেলোয়াড় ম্যাচ পাতিয়েছেন, তিনি যখন অন্য কারও উদ্দেশ্য নিয়ে লেকচার দেন, তখন কী বলব, ভেবে পাই না।’

কিন্তু নাম উল্লেখ না করলেও সরফরাজ যে কথাটা কাকে উদ্দেশ করে বলেছেন, সেটা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না। তাঁর টুইটের নিচেই অনেকে মন্তব্য করে সেটি আরও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। কাকে আবার? সালমান বাট!

দিন দুয়েক আগে নিজের ইউটিউব চ্যানেলে সরফরাজের সমালোচনা করেছিলেন সালমান। ২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিং কেলেঙ্কারির মূল হোতা বাট ভিডিওতে সরফরাজ প্রসঙ্গে বলেছিলেন, ‘ও যা-ই করছে, সেটা ওর জন্য ভালো কিছু হচ্ছে না। বরং উল্টো ও এখন আরও বেশি সমালোচনা শুনছে। ও যেভাবে প্রতিক্রিয়া দেখায়, যেভাবে কথা বলে—আসলে ও কথা বলার চেয়েও সতীর্থদের ওপর চিৎকার-চেঁচামেচি করে বেশি। অন্য খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করার বদলে ও নিজের সিদ্ধান্তটা চাপিয়ে দেয়।’

এভাবে চলতে থাকলে সরফরাজ আরও ঝামেলায় পড়বেন বলেই মত বাটের, ‘ও নিজের জন্য সবকিছু জটিল করে ফেলছে। আগামী দিনে এসব আচরণের পেছনে ওর কোনো ব্যাখ্যাও হয়তো কেউ মেনে নেবে না। আমার মনে হয়, অন্যদের আক্রমণের বদলে ওর নিজের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া উচিত।’

সালমানের এমন কথার পরই সরফরাজের অমন টুইটের পর আর বুঝতে বাকি থাকে না, কথাগুলো কার উদ্দেশে! সেটি ধরতে পেরে সরফরাজের সমালোচনাই করছেন বেশির ভাগ মানুষ। সরফরাজের টুইটের নিচে একজনের মন্তব্য, ‘আমার সরফরাজের প্রতি কোনো ভালোবাসা বা ঘৃণা নেই, সালমান বাটকেও তেমন পছন্দ করি না। তবে শুধুই একটা কিছু বলার জন্য কাউকে নীচ করে দেখানো ঠিক হচ্ছে না।’

স্পট ফিক্সিং করে সালমান বাট এখন পাদপ্রদীপের আড়ালে। ছবি : এএফপি

মোহসিন জাদুন নামের আরেকজন লিখেছেন, ‘তিনি (সরফরাজ) নাকি একজন অধিনায়ক, যিনি কিনা সমালোচনা সহ্য করতে পারছেন না, শিশুতোষ আচরণ করছেন। সালমান গণমাধ্যমে আছেন, তিনি তো কথা বলবেনই! নাকি তিনি যে সব সময় রিজির (পাকিস্তানের মূল দলে সরফরাজের জায়গা কেড়ে নেওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান) পক্ষে কথা বলেন, সেটি সহ্য হচ্ছে না আপনার?’

ইমান নামের আরেকজন টুইটার ব্যবহারকারী ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের সঙ্গে সরফরাজের ভালো সম্পর্কের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘দেখতে খারাপ লাগছে যে তিনি সালমানকে আক্রমণ করছেন, অথচ আমিরের সঙ্গে তাঁর বন্ধুত্ব!’

মাঠের বাইরে বিতর্কের জন্ম দেওয়া সরফরাজের সময়টা মাঠেও এবার ভালো কাটছে না। ৩৪ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান পিএসএলে এবার খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। কেমন খেলছেন, সেটি সংখ্যাতেই স্পষ্ট। এখন পর্যন্ত ৩ ম্যাচে করেছেন মাত্র ৩৭ রান, উইকেটকিপিং গ্লাভস হাতে তিনটি ক্যাচ নিয়েছেন।