প্রয়াত চাচা আকবর ছিলেন তামিমের ‘প্রথম কোচ’
তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘অনেকেই হয়তো জানেন না আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনি। জীবনের প্রথম ক্রিকেট ম্যাচটা আমি খেলেছিলাম তাঁরই তত্ত্বাবধানে।’
তামিম বলছিলেন তাঁর ছোট চাচা আকবর খানের কথা। গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় যিনি না–ফেরার দেশে চলে গেছেন। তামিম ও নাফিস ইকবালের চাচা, আকবর জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ছোট ভাই। মাত্র ৪৫ বছর বয়সেই চলে গেলেন আকবর।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আকবর। একসময় ক্রিকেট খেলতেন। স্কুল ক্রিকেট দিয়েই হয়েছিল তাঁর ক্রিকেটের হাতেখড়ি। পরবর্তী কালে কোচ হিসেবে খেলোয়াড় তৈরির কারিগর হয়েছিলেন তিনি।
চাচার মৃত্যুতে ফেসবুকে তামিম লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। ক্রিকেটের পথে আজ যত দূর আসতে পেরেছি, তিনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই। মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তাঁর পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের আউটার মাঠে জানাজা শেষে আকবর খানকে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।