করোনাকালে জৈব সুরক্ষাবলয় নিয়ে দুশ্চিন্তাকে কারণ দেখিয়ে বাংলাদেশে আসেননি ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড়। অধিনায়ক জেসন হোল্ডার নেই। ব্যাটে–বলে এই অলরাউন্ডারের অভাব পূরণ করতে পারতেন যিনি, সেই রোস্টন চেজও নেই। মূল ব্যাটসম্যানদের মধ্যে শাই হোপ, ব্রুকস নেই। মূল উইকেটরক্ষক শেন ডাউরিচও বাংলাদেশ সফরে খেলছেন না। এমন ক্ষীণশক্তির এক দলের বিপক্ষে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ দল। এশিয়ার মাটিতে রান তাড়ার রেকর্ড গড়ে চট্টগ্রামে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই কি জয়ের আশা জাগিয়েও সবচেয়ে লজ্জার হার? আপনার মতামত জানান।