পিসিবির চুক্তিতে বাড়তি ভাতা পাচ্ছেন বাবর

বাবর আজমদের সুখবর দিয়েছে পিসিবিফাইল ছবি: এএফপি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ ২০২২–২৩ মৌসুমে ছেলেদের জাতীয় দলের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। এই চুক্তি কার্যকর হবে ১ জুলাই, শুক্রবার থেকে। নিজেদের ইতিহাসে এই প্রথম লাল ও সাদা বলের সংস্করণের জন্য আলাদা চুক্তির তালিকা তৈরি করেছে পিসিবি।

বাবর আজম
ফাইল ছবি: এএফপি

বোলিং অ্যাকশন শুধরে খেলায় ফেরা মোহাম্মদ হাসনাইন ও ফাহিম আশরাফ চুক্তি থেকে বাদ পড়েছেন। গত বছর চুক্তির বাইরে থাকা শান মাসুদ, নাসিম শাহ ও হায়দার আলীকে এবার চুক্তিতে রাখা হয়েছে। তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি লাল ও সাদা বলের সংস্করণে দুই ক্যাটাগরিতেই সর্বোচ্চ স্তরে রয়েছেন।

সংক্ষিপ্ত সংস্করণে সাম্প্রতিক সময়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পেসার হাসান আলীর সাদা বলের চুক্তিতে অবনমন ঘটেছে। তাঁকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে টেস্ট সংস্করণে (লাল বলে) ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন মার্চেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা এই পেসার।

চুক্তি থেকে বাদ পড়েছেন হাসনাইন
ফাইল ছবি: এএফপি

ওপেনার ইমাম–উল–হক গত বছর দুই সংস্করণ মিলিয়ে ‘সি’ ক্যাটাগরিতে থাকলেও এবার সাদা বলে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন। তবে লাল বলে তাঁকে ‘সি’ ক্যাটাগরিতেই রাখা হয়েছে। এই সংস্করণে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছেন ব্যাটসম্যান আজহার আলী। লেগ স্পিনার শাদাব খান ও ওপেনার ফখর জামানকে সাদা বলে ‘এ’ ক্যাটাগরিতে তুলে আনা হয়েছে।

চুক্তিপত্রে মোট খেলোয়াড় সংখ্যাও বাড়িয়েছে পিসিবি। ২০ থেকে উন্নীত করা হয়েছে ৩৩ খেলোয়াড়ে। এর মধ্যে সাত ক্রিকেটারকে রাখা হয়েছে ‘উঠতি’ ক্যাটাগরিতে—সালমান আলী আঘা, হাসিবুল্লাহ, মোহাম্মদ হুরাইরা, আলী উসমান, কামরান গুলাম, কাসিম আকরাম ও মোহাম্মদ হারিস।

ম্যাচ ফি বেড়েছে পাকিস্তান দলে
ফাইল ছবি: এএফপি

তিন সংস্করণেই দলের খেলোয়াড়দের ম্যাচ ফি ১০ শতাংশ বাড়িয়েছে পিসিবি। স্কোয়াডে আছেন কিন্তু খেলছেন না—এমন ক্রিকেটারদের ম্যাচ ফি–ও বাড়ানো হয়েছে। মাঠে থাকা খেলোয়াড়দের ম্যাচ ফি–র তুলনায় এর আগে ৫০ শতাংশ ম্যাচ ফি পেতেন স্কোয়াডে মাঠের বাইরে থাকা খেলোয়াড়েরা। তাঁদের ম্যাচ ফি শতকরা ২০ শতাংশ বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। অধিনায়ক বাবর আজম আলাদা ভাতা পাবেন। এর ব্যাখ্যায় পিসিবি বলেছে, ‘দলের অধিনায়কের বাড়তি দায়িত্ব পালনের প্রতিদান।’

রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘২০২২–২৩ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে আসা সবাইকে অভিনন্দন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন। চুক্তিতে না থাকতে পেরে কেউ কেউ হয়তো কষ্ট পেয়েছেন। আমি তাদের প্রতি বলতে চাই, শুধু ৩৩ খেলোয়াড়ের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না। প্রয়োজন অনুযায়ী চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দেরও ডাকা হবে।’