পায়ের জুতায় ঢেলে বিয়ার পান শোয়েবের চোখে ‘জঘন্য’
সেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এই শিরোপার অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া। প্রথম দিকে তারা টি-টোয়েন্টিকে দ্বিতীয় সারিতে রেখেছে ঠিকই, কিন্তু পরে অনেক চেষ্টা করেও কখনো সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের এই বিশ্বকাপে শিরোপা জেতা হয়নি অস্ট্রেলিয়ানদের। অবশেষে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে অপেক্ষার অবসান যখন হলো, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উদ্যাপন তো একটু বাঁধনহারা হতেই পারে!
বিয়ার পানের উৎসব চলেছে, নাচ-গান হয়েছে। সেটি এমনই যে অস্ট্রেলিয়ার উল্লাসের তোড়ে নিউজিল্যান্ড দলের ম্যাচের পরের সংবাদ সম্মেলনেও কিছুটা বাধার সৃষ্টি হয়েছে। সেসব না হয় মেনে নেওয়াই যায়, বিশ্বজয়ের উদ্যাপন বলে কথা! কিন্তু অস্ট্রেলিয়ানদের শিরোপা উদ্যাপনের একটা দিক মানতেই পারছেন না পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
ম্যাচের পর বিয়ার পান করতে গিয়ে ম্যাথু ওয়েড নিজের জুতা খুলে সেটিতে বিয়ার ঢেলে পান করেন। তা দেখে শোয়েবের মনে হয়েছে, উদ্যাপনের এই ধরন জঘন্য।
উদ্যাপনের সময় জুতায় বিয়ার বা শ্যাম্পেন ঢেলে সেটি পান করার উদ্যাপনের এই ঢঙের একটা নামও আছে—শ্যুয়ি! অস্ট্রেলিয়ায় সেটি উদ্যাপনের খুবই চেনা একটা কেতা।
অস্ট্রেলিয়ায় সেটি জনপ্রিয় হয়েছে সে দেশের ফর্মুলা ওয়ান রেসার ড্যানিয়েল রিকার্ডোর সৌজন্যে। ২০১৬ সালে জার্মান গ্রাঁ প্রি জেতার পর পোডিয়ামে উঠে এভাবে জুতায় পানীয় ঢেলে উদ্যাপন করেছিলেন রিকার্ডো।
অবশ্য শ্যুয়ির প্রথা চলেছে সেই ১৮০০ শতক থেকেই। জার্মানরা প্রথম এটি ‘উদ্ভাবন’ করেছিল, সেখান থেকে অস্ট্রেলিয়ানরা উদ্যাপনের এই ধরনকে আপন করে নেয়।
২০১৬ সালে গ্রাঁ প্রি জেতার চার বছর পর ২০২০ সালের এমিলিয়া রোমানিয়া গ্রাঁ প্রিতেও একই ঢঙে উদ্যাপন করেন অস্ট্রেলিয়ান ফর্মুলা ওয়ান তারকা রিকার্ডো, সেবার পোডিয়ামে থাকা ফর্মুলা ওয়ান কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সঙ্গেও জুতা থেকে পানীয় ভাগাভাগি করে পান করেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের সঙ্গে এই রিকার্ডোর বন্ধুত্ব আছে বলে শোনা যায়।
অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই তো মাসখানেক আগে বলেছিলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর দল শিরোপা জিতলে তিনিও এই উদ্যাপন করবেন। তবে আইপিএলে টাইয়ের দল পাঞ্জাব কিংস শিরোপা জেতা দূরে থাক, গ্রুপ পর্ব থেকে প্লে-অফেই উঠতে পারেনি। সে যাত্রায় তাই এই ‘শ্যুয়ি’ দেখতে হয়নি।
কিন্তু দুবাইয়ে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এই উদ্যাপন বাদ পড়েনি। আইসিসির ভিডিওতে ফাইনালের পর অস্ট্রেলিয়ানদের উদ্যাপনের চিত্র দেখা গেছে। সেখানে একপর্যায়ে দেখা যায়, অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা যখন নাচ-গান আর ছবি তোলায় ব্যস্ত, এর মধ্যে উইকেটকিপার ম্যাথু ওয়েড নিজের জুতা খুলে সেটিতে পানীয় ঢেলে পান করেন। পরে এই উদ্যাপনে যোগ দেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চও।
এভাবে উদ্যাপন দেখে সম্ভবত গা গুলিয়েছে শোয়েব আখতারের। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পাকিস্তানের সাবেক গতি তারকা ভিডিওটি টুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘উদ্যাপনের ঢং হিসেবে একটু জঘন্য হয়ে গেল না এটা?’
শোয়েবের সঙ্গে একমত হয়তো অনেকেই হবেন।