পাকিস্তানের রিজওয়ান বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার
২০২১ সালে টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক বছর কাটিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ২৯ ম্যাচে ৭৩.৬৬ গড়ে তুলেছেন ১৩২৬ রান। প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রান করেছেন ১৩৪.৮৯ স্ট্রাইকরেটে। ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল। এর মধ্যে একটি তো ছিল তিন অঙ্কের।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলেছে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যানের। ২০২১ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন রিজওয়ান। মেয়েদের ক্রিকেটের বিজয়ীও উইকেটকিপার-ব্যাটার। রিজওয়ানের মতোই ইনিংস উদ্বোধন করা ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।
লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে বছর শুরু করা রিজওয়ান বছর শেষ করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলে। রেকর্ডভাঙা এক বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন রিজওয়ান।
আজ আইসিসির বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার পাওয়ার পর রিজওয়ান বলেছেন, ‘ক্ষুদ্রতম সংস্করণে অসাধারণ এক বছর কাটিয়েছি। আমাকে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নির্বাচিত করার জন্য আমার সব সতীর্থ ও অন্য খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ। এই পুরস্কার ২০২২ সালে আরও ভালো করার অনুপ্রেরণা দিচ্ছে। সে সঙ্গে পাকিস্তানকে সেরা টি-টোয়েন্টি দলের একটি বানাতে এবং দলের সমর্থক আরও বাড়াতে আগ্রহ বাড়াচ্ছে।’
ওদিকে ২০২১ সালে ইংল্যান্ডের হয়ে ৯ ম্যাচে ৩০৩ রান করেছেন বিউমন্ট। ৯ ইনিংসের মধ্যে ৩টিই পঞ্চাশ বা তার বেশি রানের। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৯৭ রান করেছিলেন। আজ বিউমন্ট বলেছেন, ‘আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জেতা অনেক গর্বের ব্যাপার। গত কয়েক বছরে টি-টোয়েন্টি নিয়ে অনেক কাজ করেছি। আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার অনেক উত্থান–পতনের মধ্য দিয়ে গেছে। আমার মনে হয় না টি-টোয়েন্টি দক্ষতার জন্য কেউ আমাকে আগে আলাদা করে চিনত। এ কারণে এই পুরস্কার আমাকে অনেক আত্মবিশ্বাস দিচ্ছে।’