পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন সরফরাজ?

আজকের সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি: এএফপি
আজকের সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি: এএফপি

বিশ্বকাপের অধিনায়কদের সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন কিছুটা অপ্রত্যাশিতই। সংবাদকর্মীদের সারি থেকেই এল প্রশ্নটা। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে উদ্দেশ্য করেই। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান এখন দেশটির প্রধানমন্ত্রী। রীতিমতো দুই দশক মাঠের রাজনীতি করেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচনে জয়ী হয়ে। তো এবার বিশ্বকাপটা যদি পাকিস্তান জেতে, তাহলে সরফরাজের কি এমন কোনো পরিকল্পনা আছে?

প্রশ্নটা শুনেই পাকিস্তানি অধিনায়কের চোখে-মুখে বিব্রত ভাব। এমন প্রশ্নের কী উত্তরই বা দেবেন তিনি! কাষ্ঠ হেসে বললেন, ‘আমরা এবার অবশ্যই বিশ্বকাপ জিততে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু ভবিষ্যতে আমি কী করব, কী হব সেটি ভবিষ্যৎই বলে দেবে।’

ইংল্যান্ডের মাটি পাকিস্তানের জন্য খুবই পয়মন্ত। সেটি ইতিহাসই বারবার জানিয়েছে। ১৯৮৭ সালে ইমরান খানের নেতৃত্বে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। ১৯৯২ বিশ্বকাপের পরপরই ইংল্যান্ডে সফল এক সিরিজ খেলেছিল জাভেদ মিয়াঁদাদের পাকিস্তান। ১৯৯৯ বিশ্বকাপে ওয়াসিম আকরামের পাকিস্তান উঠেছিল ফাইনালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির কথাই ধরুন। কে ভেবেছিল পাকিস্তান শিরোপা জিতবে!

সেমিফাইনালে ইংল্যান্ড আর ফাইনালে ভারতকে হারিয়ে বাজিমাত করে সরফরাজের দল। এবারও কি তেমন কিছু! সংবাদ সম্মেলনে পাকিস্তানি অধিনায়ক জানিয়ে রাখলেন, ব্যাপারটা সবারই মাথায় রাখা উচিত, ‘অতীতে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের রেকর্ড দারুণ। এবারও আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। ইনশা আল্লাহ এবারের ২০১৯ বিশ্বকাপে আমরা ভালো করব।’