পাকিস্তানের কোচ মিসবাহ-উল হক?
>কমান্ড্যান্ট হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্যাম্প পরিচালনা করছেন মিসবাহ-উল হক। সামনে আরও বড় দায়িত্ব পেতে পারেন সাবেক এই অধিনায়ক
কমান্ড্যান্ট থেকে কোচ? মিসবাহ-উল হকের ভাগ্য সুপ্রসন্ন হতেই পারে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হয়েছে, পরবর্তী কোচ হিসেবে মিসবাহকেই বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জনের প্রেক্ষিতে মিসবাহ অবশ্য দার্শনিক জবাব দিয়েছেন। যার উত্তর হ্যাঁ হতে পারে, নাও হতে পারে। যদিও কোচ হওয়ার ইচ্ছা যে আছে, সে ইঙ্গিত মেলে তাঁর কথায়।
বিশ্বকাপ ব্যর্থতার দায়ে কোচ মিকি আর্থার আর তাঁর সহকারীদের ছেঁটে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন কোচ নিয়োগের আগে পিসিবি ধীরে চলো নীতি নিয়েছে। তবে এর মধ্যে পাকিস্তানের নতুন ক্রিকেট মৌসুম শুরু হয়ে যাচ্ছে। তারই প্রস্তুতি নিতে পাকিস্তান ১৭ দিনের প্রাক মৌসুম ক্যাম্প করছে। এই ক্যাম্পের দায়িত্বে আছেন মিসবাহ-উল হক। লাহোরে শুরু হয়েছে ক্যাম্প।
সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান মিসবাহ দীর্ঘ মেয়াদে পাকিস্তানের দায়িত্ব নিতে পারেন, এমন একটা গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। মিসবাহ আভাস দিলেন, কোচ হওয়ার ইচ্ছা যে আছে তাঁর, ‘আমার কাছে আপাতত লক্ষ্যটা পরিষ্কার—এই খেলোয়াড়দের সাহায্য করা। আসলে এই খেলোয়াড়দের প্রায় সবার সঙ্গেই আমি কাজ করেছি এসএনজিপিএল (ঘরোয়া ফার্স্ট ক্লাস দল সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেড), ইসলামাবাদ ইউনাইটেড কিংবা পেশোয়ার জালমির (পাকিস্তানের টি-টোয়েন্টি লিগের দল) হয়ে খেলার সময়। তাই জানি কাজটা কীভাবে করতে হবে। তবে আমি কোচের পদের জন্য আবেদন করব কি না, তার কোনো কিছুই চূড়ান্ত হয়নি এখনো। তাই এখন পর্যন্ত যা ছাপা হয়েছে আমাকে ঘিরে, সবই অনুমান নির্ভর।’
ছয় মাস আগেও খেলোয়াড় হিসেবেই ব্যস্ত ছিলেন ৪৫ বছর বয়সী মিসবাহ। পাঁচ মাস আগেও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন পাকিস্তান সুপার লিগে। ২০১৮ সালেই পাকিস্তান ইউনাইটেড তাঁকে কোচ বা মেন্টরের ভূমিকায় পেতে চেয়েছিল। কিন্তু খেলার জন্য দলই বদলে ফেলেন মিসবাহ। কিন্তু ভেতরে-ভেতরে কোচিং ক্যারিয়ারের জন্য প্রস্তুতিও নিয়ে রাখছিলেন।
পাকিস্তান কোচ চেয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে যোগ্যতা হিসেবে ন্যূনতম লেভেল ২-এর কথা বলা হয়েছে। এর সঙ্গে শীর্ষ স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে তিন বছর কাটানোর অভিজ্ঞতা। শর্তগুলোর মধ্যে এক ধরনের শিথিলতা আছে বলেই এর আগে পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও মিসবাহর শিকে ছেঁড়ার কথা। মিসবাহ ইসিবির লেভেল ২-এর কোচিং সনদ নিয়েছেন। সম্প্রতি পিসিবিরও লেভেল ২-এর সনদ নিয়েছেন। এর সবই ইঙ্গিত দেয়, পাকিস্তান কোচের পদের জন্যই মিসবাহ প্রস্তুতি নিচ্ছেন।
পিসিবি পরিচালক জাকির খানের কথায় মিসবাহর প্রতি মুগ্ধতাও আছে, ‘পাকিস্তানের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন মিসবাহ। বিশেষত তিনি জানেন এই যুগে টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয়। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন দুয়ারে, পিসিবি চায় পাকিস্তান দল যেন নিজেদের মাটিতে দুই টেস্টের হোম সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে লাল বলের ক্রিকেটে সেরা প্রস্তুতি নিতে পারে।’