পাকিস্তানে না গিয়ে বিয়ে করবেন ম্যাক্সওয়েল
বান্ধবী ভিনি রমনের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে অনেক দিন ধরেই। কিন্তু বিয়ের সময়টা ঠিক বের করতে পারছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। একদিকে করোনার বিধিনিষেধ, অন্যদিকে নিজের ব্যস্ত ক্রিকেট সূচি।
শেষ পর্যন্ত একটু ফাঁকা সময় বের করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। দিন-তারিখও ঠিক হলো। কিন্তু তারপরও জানতে পারলেন, ওই সময় পাকিস্তান সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এবার তো আর বিয়ে পেছানোর সুযোগ নেই।
ম্যাক্সওয়েলকে তাই পাকিস্তান সফরের চিন্তা বাদ দিতে হয়েছে। হয়তো খেলা হবে না আইপিএলের শুরুর দিকেও।
বিয়ের কারণে পাকিস্তান সফরে না–ও যাওয়া হতে পারে, ম্যাক্সওয়েল এটা আঁচ করতে পেরেছিলেন গত বছরের নভেম্বরেই। অস্ট্রেলিয়ায় করোনা বিধিনিষেধের কারণে এত দিন বিয়েটা সারতে পারেননি।
শেষ পর্যন্ত ম্যাক্সওয়েল একটি তারিখ খুঁজে পেলেও বাধা হয়ে দাঁড়ায় দীর্ঘ দুই যুগ পর অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর। ম্যাক্সওয়েল তখনই জানিয়েছিলেন, বান্ধবী ভিনি রমন এবার হয়তো বিয়ে পেছাতে রাজি হবেন না, ‘আমার মনে হয়, আর কোনো সুযোগ নেই (বিয়ে) পেছানোর।’
পাকিস্তান সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডের পর একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ৪ মার্চ সিরিজ শুরু হয়ে ৫ এপ্রিল টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সফর। এদিকে ম্যাক্সওয়েল-রমন বিয়ের দিন ঠিক করেছেন ২৭ মার্চ।
স্বাভাবিকভাবেই পাকিস্তান সফরে তাঁর খেলা হচ্ছে না। ওই সফরের টেস্ট দল ঘোষণা করলেও এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দেয়নি অস্ট্রেলিয়া। তবে সেই দলে যে ম্যাক্সওয়েল থাকছেন না, এটা নিশ্চিত হয়ে গেছে এখনই।
ক্যানবেরায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পরই ম্যাক্সওয়েলের কথা থেকে সেটা স্পষ্ট হয়ে গেছে। ম্যাচটা ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া, ২৬ বলে ৩৯ রান করে সে জয়ে বড় ভূমিকা ম্যাক্সওয়েলের।
এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে ম্যাক্সওয়েল ফক্স স্পোর্টসকে বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে কথা বলে যখন (বিয়ের) দিন ঠিক করি, দুই সপ্তাহের একটা ফাঁকা সময় ছিল। ভেবেছিলাম তখন হতে পারে, তাহলে কোনো সিরিজ হাতছাড়া হবে না। কিন্তু পরে আবার সিএর সঙ্গে কথা বলে জানলাম, তখন পাকিস্তান সফর আছে। অর্থাৎ আগেরবার কথা বলার পর (খেলার) তারিখ পাল্টে গেছে।’
এদিকে এপ্রিলের শুরুতে পর্দা উঠবে এ মৌসুমের আইপিএলের। স্বাভাবিকভাবেই প্রথম কয়েকটি ম্যাচে ম্যাক্সওয়েলকে না–ও পেতে পারে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
তবে খেলা নয়, আপাতত ম্যাক্সওয়েলের ভাবনাজুড়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা তাঁর এই বিয়ের অনুষ্ঠান। ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে ২০১৭ থেকে মন দেওয়া-নেওয়া চলছে ম্যাক্সওয়েলের। বিয়ের আমন্ত্রণপত্র হিন্দু রীতি মেনেই করা হয়েছে।
তামিল ভাষায় লেখা হয়েছে আমন্ত্রণপত্র। সংবাদমাধ্যমের খবর, বিয়ের অনুষ্ঠান মেলবোর্নে হলেও সেটা হবে তামিল ব্রাহ্মণ রীতিতেই। এক সপ্তাহের মধ্যে বিয়ের তিনটি আলাদা অনুষ্ঠান করবেন ম্যাক্সওয়েল। দুই পরিবারের স্বজন ও কাছের বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় ৩৫০ জন অতিথি থাকবেন।
সবকিছুর মধ্যেই কিছুটা গোপনীয়তা রাখতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল-রমন জুটি। কিন্তু এরই মধ্যে তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে গেছে অনলাইনে। এটা নিয়ে একটু বিব্রত ম্যাক্সওয়েল।
আইপিএলে দারুণ জনপ্রিয় ম্যাক্সওয়েলের বিয়ের এই আমন্ত্রণপত্র এরই মধ্যে টুইট করেছেন ভারতীয় অভিনেত্রী কস্তুরী শঙ্কর। তামিলনাড়ুতে জন্ম নেওয়া এই অভিনেত্রী টুইটে লিখেছেন, ‘ভিনি রমনকে বিয়ে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই মিষ্টি তামিল আমন্ত্রণপত্র থেকে যতটুকু বোঝা যাচ্ছে, তামিল ব্রাহ্মণ রীতিতেই বিয়েটা হবে...সেখানে কি সাদা গাউনের বিয়েও হবে? গ্লেন ও ভিনিকে অভিনন্দন।’
বিয়ের আমন্ত্রণপত্র অনলাইনে ছড়িয়ে পড়ার কথাটা ম্যাক্সওয়েল প্রথম জেনেছেন আইপিএলে সাবেক এক সতীর্থের কাছ থেকে, ‘কাজটা ভালো হয়নি। এখন বিয়েতে নিরাপত্তা বাড়াতে হবে। অনুষ্ঠানটা ব্যক্তিগতভাবে করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের কিছু আত্মীয়স্বজন অতি উত্তেজনায় তা (আমন্ত্রণপত্র) কয়েকজনকে দেখিয়ে ফেলেন। এখন আপনি অনলাইনে দেখুন। সব জায়গায় আছে ম্যাক্সওয়েলের বিয়ে। এখন হিন্দু রীতির এই বিয়েতে নিরাপত্তা বাড়ানো ছাড়া আর পথ নেই।’
বেচারা, ম্যাক্সওয়েল!